বিনোদন

জুলাই অভ্যুত্থানের গল্পে মুক্তি পেল ‘মুক্তি : জেন জেড রেভল্যুশন’

জুলাই বিপ্লবের অসাধারণ গল্প নিয়ে নির্মিত হচ্ছে আট পর্বের ডকুমেন্টারি ‘মুক্তি : জেন জেড রেভল্যুশন’। ইতোমধ্যে প্রথম পর্ব প্রকাশিত হয়েছে এর। সম্প্রতি ‘দ্য ফ্রন্ট পেজ’-এর অফিশিয়াল ফেসবুক পেজে আপলোড দেওয়া হয়েছে প্রথম পর্বটি।

২০২৪ সালে দেশের ছাত্র-সমাজ কিভাবে ১৫ বছরের দীর্ঘ স্বৈরশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, সেই দৃশ্যই ফুটে উঠেছে ডকুমেন্টরিতে। ক্রমবর্ধমান বৈষম্যের বিরুদ্ধে ক্ষোভ থেকে শুরু হওয়া এই আন্দোলন শেষ পর্যন্ত একটি তরুণ-নেতৃত্বাধীন বিপ্লবে রূপ নেয় এবং প্রথাগত ক্ষমতার কাঠামো ভেঙে দেয়। ডকুমেন্টারিতে বিশেষ সাক্ষাৎকার, বিভিন্ন এক্সক্লুসিভ/ আন-রিলিজড ফুটেজ এবং হৃদয়স্পর্শী বর্ণনার মাধ্যমে জুলাই-আগস্ট মাসের জানা-অজানা বাস্তব চিত্রগুলো তুলে ধরা হয়েছে।

গত বছরের পহেলা জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ঘটনাপ্রবাহকে ধারাবাহিকভাবে তুলে ধরা হয়েছে এই আট পর্বের ডকুমেন্টারি সিরিজে, যেখানে সহিংস দমন-পীড়ন এবং গোলাগুলির মধ্যেও তরুণদের সাহসিকতা ও সংগ্রাম দেখা গেছে। এতে কোটা আন্দোলন, তরুণদের দৃঢ়তা এবং ন্যায়বিচারের জন্য তাদের লড়াইয়ের চিত্র তুলে ধরা হয়েছে। আন্দোলনের সামনে ও পেছনের জানা-অজানা মুহূর্তগুলো এবং আগামী প্রজন্মের জন্য একটি বৈষম্যমুক্ত ভবিষ্যৎ নিশ্চিতের প্রচেষ্টাকে তুলে ধরা হয়েছে এতে। ডকুমেন্টারিটিতে জুলাই বিপ্লবের সাথে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, মিডিয়া ব্যক্তিত্ব, ডিজিটাল স্ট্র্যাটেজিস্ট ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিনিধিদের ফিচার করা হয়েছে, যেখানে তারা আন্দোলনের বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। সিরিজটি বৈশ্বিক ও ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটের সঙ্গে আন্দোলনের প্রভাব এবং এর দীর্ঘমেয়াদি গুরুত্ব বিশ্লেষণ করেছে। বেল্টওয়ে গ্রিড ও এর ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর মাইকোর সহায়তায় তৈরি এই ডকুমেন্টারিতে আধুনিক বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাপট ও গুরুত্বপূর্ণ মুহূর্তসমূহ তুলে ধরা হয়েছে। ‘মুক্তি : জেন জেড রেভল্যুশন’ ডকুমেন্টারিটি বাস্তব ঘটনার জন্য ইতোমধ্যে সবার মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। মাইকোর সহায়তায় ইন্টারন্যাশনালি রিলিজ হলে এটি বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করবে বলে ধারণা করা যাচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close