আইন ও অধিকারজেলা/উপজেলানারায়ণগঞ্জসারাদেশসিদ্ধিরগঞ্জ

মুরগী রিপন র‍্যাবের হাতে গ্রেপ্তার

বজ্রধ্বনি রিপোর্ট : নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জের আলোচিত চাঁদাবাজ খ্যাত রিপন ব্যাপারী ওরফে মুরগী রিপন (৩৪) ও তার সহযোগী ছোট ভাই শিপন ব্যাপারীকে (২৮) গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

এ সময় তাদের দখল হতে চাঁদাবাজির নগদ ৭৩২০ টাকা উদ্ধার করা হয়। ৩রা মে রাত সোয়া ৭টায় ওই অভিযান চালায় র‌্যাব।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ এবং অনুসন্ধানে জানা যায় রিপন ব্যাপারী ওরফে মুরগী রিপন ও শিপন ব্যাপারী (২৮) এরা আপন দুই ভাই। এলাকার শীর্ষ চাঁদাবাজ চক্রের প্রধান। তারা দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড শিমরাইল এলাকায় ফুটপাতের দোকানদারকে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক প্রতি দোকান হতে দৈনিক ২শ থেকে ৫ শ টাকা করে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছে এবং বড় দোকান প্রতি ১ লাখ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত অগ্রীম চাঁদা আদায় করে।

কয়েকজন ভুক্তভোগী দোকানদাদের অভিযোগের ভিত্তিতে র‌্যাব-১১ কর্তৃক ঘটনার অনুসন্ধান করে সত্যতা পেয়ে ৩ মে চিটাগাং রোড হীরাঝিল এলাকায় অভিযান পরিচালনা করে ২জনকে গ্রেপ্তার করা হয়।

তারা পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে অবৈধভাবে নারায়ণগঞ্জ ও এর আশেপাশে এলাকায় ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বকভাবে চাঁদা আদায় করে আসছিল।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের স্থানীয় কাউন্সিলর ছাড়াও রাজনৈতিক দলের নাম ব্যবহারকারী অপরাধী চক্র ও পুলিশের অদৃশ্য ক্যাশিয়ারের কাছে নিয়মিত চাঁদাবাজির বিশাল একটি অংশ প্রাদান করায় এতোদিন এই অপরাধীরা ছিলো অধরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close