আইন ও অধিকারজাতীয়ঢাকা বিভাগনারায়ণগঞ্জ

না’গঞ্জে যুবক খুন ড্রেজার ব্যবসাকে কেন্দ্র করে

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ মদনপুরে ড্রেজার ব্যবসাকে কেন্দ্র করে দির্ঘদিনের চলমান বিরোধে জুয়েল (২৬) নামে এক যুবক খুন হয়েছে।

বুধবার (৭ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ৯টায় সাহেরা গার্ডেন সংলগ্ন প্রতিপক্ষরা ঐ যুবকের পেটে গুলি করার পর হত্যার উদ্দেশ্যে এলোপাতারি কুপানো হয়। এলাকাবাসী আহত অবস্থায় উদ্ধার করে, স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই মৃত্যুবরণ করে জুয়েল। এই ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ অবস্থান নেয়।

নিহত যুবক স্থানীয় মোঃ আনোয়ার হোসেন’র ছোট ছেলে। গত দুই মাস আগে প্রবাস থেকে ছুটিতে দেশে এসেছিল বলে জানায় নিহতের পরিবার। অন্যদিকে অভিযুক্তরা কাঁচপুরের লিটন খান নামে এক ব্যক্তির সাথে ড্রেজারের ব্যবসা করছে বলে জানান নিহতের পরিবার।

নিহতের বড় ভাই সোহেল বলেন, অভিযুক্তরা শফিকুল ইসলাম খাঁন (লিটন)’র সাথে ড্রেজারের ব্যবসা করে আসছে। সন্ত্রাসীরা আমার ভাইকে হত্যা করে কাঁচপুর এলাকার ড্রেজার সন্ত্রাসী শফিকুল ইসলাম খাঁন (লিটন)’র কাছে গিয়ে আশ্রয় নেয়। এ এলাকায় লিটন যিদ ড্রেজার না দিত, তাহলে আমার ভাই বেঁচে থাকতো। আমার ভাইয়ের খুনিদের সাথে লিটন’র সক্ষতা রয়েছে।

তিনি আরও বলেন, বিগত দুই মাস যাবৎ শাহজালাল, আলীম ও ইলিয়াছ এদের সাথে ড্রেজারের ব্যবসা নিয়ে দ্বন্দ চলছিল। বিভিন্ন সময় নানা হুমকিও প্রদান করেছে তারা। তাছাড়া চলমান এই বিরোধ স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের নিয়ে বসে মিমাংশাও করা হয়েছিল। কিন্তু পরিকল্পিতভাবে অভিযুক্তরা তার ছোট ভাই সহ তার উপর হামলা করে। আশেপাশের লোকজনের সহযোগিতায় আমি বেঁচে গেলেও আমার ছোট ভাইকে তারা পেটে গুলি করে এবং বা হাত কুপিয়ে কেঁটে ফেলে। এতে আমার ভাইয়ের মৃত্যু হয়। আমরা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে উপযুক্ত বিচার চাই।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকাল থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। দুপুরে অভিযুক্তদের বাড়িতে আগুন জ¦ালিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নেভায়। বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ মোতায়েন ছিল।

উল্লেখ্য, এ বিষয়ে বন্দর থানার অফিসার ইনচার্জকে ফোন করা হলে তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close