জেলা/উপজেলাঢাকাঢাকা বিভাগসারাদেশ

তাড়াইলে আলেম-ওলামাদের প্রতিবাদ সমাবেশ

স্টাফ রিপোর্টার, বজ্রধ্বনি:

হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে (২৭ মার্চ) শনিবার বিকাল ৩টায় কিশোরগঞ্জের তাড়াইলে আলেম-ওলামাদের এক প্রতিবাদ সমাবেশ উপজেলা সদরের দারুল হুদা কাছেমুল উলুম মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে।

ওই মাদরাসার মুহতামিম শায়খুল হাদিস মাওলানা ফয়জুদ্দীনের সভাপতিত্বে ও দারুল কুরআন মাদরাসার মুহতামিম সাংবাদিক এমদাদুল্লাহর পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে তাড়াইল সাচাইল দারুল হুদা কাছেমুল উলুম মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা ছাদেকুর রহমান, নাজেমে তালিমাত মাওলানা কাজী উদ্দিন, জাওয়ার ইমদাদুল উলুম মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা আইনুল ইসলাম, দামিহা আতহারুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা জুবায়ের আহমাদ, মোজাফরপুর লুৎফিয়া দারুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা বোরহান উদ্দিন, রাউতি আতহারুল উলুম হোসাইনিয়া মাদরাসার মুহতামিম মাওলানা এনামুল হক, দারুল হুদা কাছেমুল উলুম মাদরাসার মুহাদ্দিস হাফেজ মাওলানা ছাইদুর রহমান, সাবেক ছাত্র নেতা মাওলানা বজলুর রহমান, মুফতি আবদুল কাদির, হাফেজ মাওলানা শফিকুল ইসলাম প্রমুখ উস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে আলেম-ওলামাদের ওপর ন্যাক্কারজনক হামলা চালিয়ে হতাহতের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং হামলার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close