জাতীয়ঢাকা বিভাগনারায়ণগঞ্জনারায়ণগঞ্জ সদররাজনীতিসারাদেশ

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে আজমেরী ওসমান’র আহ্ববানে বর্ণাঢ্য র‌্যালী

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ:
মহান স্বাধীনতার ৫০ বছর সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে নারায়ণগঞ্জ-৫ আসনের চার চারবারের নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নাসিম ওসমান’র তনয় আজমেরী ওসমান’র আহ্ববানে বর্ণাঢ্য র‌্যালী করেছে।

শুক্রবার (২৬ মার্চ) বিকেলে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে নারায়ণগঞ্জ শহরে এ বর্ণাঢ্য র‌্যালী বের করে। র‌্যালীতে অংশ নিতে ভাষা সৈনিক সড়ক বালুর মাঠ এলাকায় হাজারো লোক জড়ো হতে থাকে। পরে একটি বিশাল র‌্যালী নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আল্লামা ইকবাল রোডস্থ আজমেরী ওসমান’র বাসভবনে এসে শেষ করে।

এ সময় বিশাল র‌্যালীটির সামনে থেকে নেতৃত্ব প্রদান করেন, ১০ নং ওয়ার্ড যুব লীগ নেতা কাজী আমির হোসেন, জাতীয় ছাত্র সমাজের জেলা আহ্ববায়ক মোঃ শাহাদাৎ হোসেন রুপু, মহানগর ছাত্র সমাজের আহ্ববায়ক শাহ্ আলম সবুজ, ট্যাংক লড়ি লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু, নারায়ণগঞ্জ দোকান ও প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক তুলসি ঘোষ, মুরাদ, ডালিম, নাছির সহ অন্যান্য সর্মথকবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close