জেলা/উপজেলানারায়ণগঞ্জসিদ্ধিরগঞ্জ

নাসিক ৬নং ওয়ার্ডে নতুন ভোটারদের স্মার্ট কার্ড বিতরণ

আহসানুল হাবিব সোহাগ, সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৬নং ওয়ার্ডে নতুন ভোটারদের স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার (২৩ মার্চ) সকাল ১০টায় নূরে মদিনা মোহেব্বীয়া বাদশা মেম্বার দীনিয়া মাদরাসা মাঠ প্রাঙ্গণে নাসিক ৬নং ওর্য়াডের কাউন্সিলর প্যানেল মেয়র-২ মতিউর রহমান মতির পক্ষে সুমিলপাড়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক হাজী মানিক মাষ্টার সার্বিক তত্বাবধানে এ কার্যক্রম শুরু হয়। এ সময় নাসিক ৪,৫,৬ নং ওয়ার্ড সংরক্ষিত নারী কাউন্সিলর মনোয়ারা বেগম উপস্থিত ছিলেন।

২০১৯ সালে ওই ওয়ার্ডে ভোটার হিসেবে নিবন্ধিত এক হাজার তিপ্পান্ন জনকে স্মাট কার্ড প্রদান করা হবে।

এসময় উপস্থিত ছিলেন- আওয়ামীলীগ নেতা আবুল কালাম আবু, আব্দুস সোবহান, মো: হামিদ, মো: ফোরকান উদ্দীন, মো: কাশেম, মো: নজরুল, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি জোবায়ের আলম হীরা, যুবলীগ নেতা নুরুজ্জামান, নাসিক ৬নং ওয়ার্ড সচিব ইবরাহীম খলিল সজিব, নাসিক ৬নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারন সম্পাদক মো: সানী প্রধান প্রমূখ।

কাউন্সিলর মনোয়ারা বেগম বলেন, নাসিক ৬নং ওয়ার্ডস্থ এক হাজার তিপ্পান্ন জন ভোটারকে স্মার্ট কার্ড প্রদান করা হবে। সুশৃঙ্খলভাবে ভোটারদের হাতে স্মার্ট কার্ড প্রদান করা হচ্ছে।

স্মার্ট কার্ড পেয়েছে এমন নতুন ভোটাররা তাদের প্রতিক্রিয়ায় বলেন, কি বলবো, কতো যে আনন্দ লাগছে তা ভাষায় বুঝতে পারবো না, আমরা নতুন ভোটার হয়েছি খুবই আনন্দ লাগছে। এ যেন এক নতুন পাওয়া, আমরা আগামী নির্বাচনে এই প্রথম ভোট দিবো, তবে যোগ্য ব্যাক্তিকেই ভোট দিবো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close