ঢাকা বিভাগনারায়ণগঞ্জনারায়ণগঞ্জ সদরনির্বাচনী হালচালরাজনীতি

ইয়ার্ণ মার্চেন্টস দ্বি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ: দেশের সুতা ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্টস্ অ্যাসোসিয়েশন’র কার্যনির্বাহী পরিষদ নির্বাচন (২০২১-২০২৩) এর তফসিল ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১৬ মার্চ) সকালে বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্টস্ অ্যাসোসিয়েশন’র কার্যনির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন (২০২১-২০২৩) এর তফসিল ঘোষণা হয়।

তফসিল অনুযায়ী আগামী ৫ জুন শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হবে।

গত মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারী) অ্যাসোসিয়েশন’র নবম মাসিক সভায় সর্বসম্মতিক্রমে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন বোর্ড ও তিন সদস্য বিশিষ্ট আপিল বোর্ড গঠন করা হয়।

নির্বাচন বোর্ডের সম্মানিত তিনজন সদস্য হলেন, চেয়ারম্যান ফারুক বিন ইউসুফ পাপ্পু, সদস্য মোঃ এহসানুল হাসান নিপু এবং সদস্য সোহেল আক্তার সোহান। আপিল বোর্ডের সম্মানিত তিনজন সদস্য হলেন, চেয়ারম্যান জি এম ফারুক, সদস্য আশিকুর রহমান এবং সদস্য এড. মোঃ মাহবুবুর রহমান।

নির্বাচন বোর্ডের সম্মানিত চেয়ারম্যান ফারুক বিন ইউসুফ পাপ্পু তফসিল ঘোষণার সময় বলেন, করোনা কালীন সময়ে বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্টস্ অ্যাসোসিয়েশন’র মতো ঐতিহ্যবাহী বাণিজ্য সংগঠনের নির্বাচনী কার্যক্রম পরিচালনা করা নির্বাচন বোর্ড এবং আপিল বোর্ডের জন্য একটি কঠিন চ্যালেঞ্জ। তথাপি আমি প্রত্যাশা করবো ভোটার, প্রার্থী সহ সংশ্লিষ্ট সকলে সরকারী স্বাস্থ্যবিধি যথাযথভাবে পালন এবং সার্বিক বিষয়ে আমাদের আন্তরিক সহযোগিতা করবেন। একটি সুষ্ঠু এবং সর্বাত্মক সুন্দর নির্বাচন উপহার দেওয়ার ব্যাপারে আমরা বদ্ধপরিকর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close