জেলা/উপজেলাসারাদেশ
নাসিক ০৪নং ওয়ার্ডের শিমরাইলে “স্লোগান” সংগঠনের বিনামূল্যে করোনা টিকার নিবন্ধন কর্মসূচী
আজ “সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ হই”- এই প্রত্যয়ে সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন “স্লোগান” এর উদ্যোগে এবং স্লোগানের কর্ণধার শেখ সাফায়েত আলম সানির তত্বাবধানে ১৫ ই মার্চ রোজ সোমবার সকাল ১০ টা থেকে বিকাল ০৫ টা পর্যন্ত স্লোগানের স্বেচ্ছাসেবীদের মাধ্যমে সিদ্ধিরগঞ্জে ০৪ নং ওয়ার্ডে শিশু কানন হাই স্কুল বিনামূল্যে করোনা টিকার নিবন্ধন কর্মসূচী পরিচালিত হয়।
ক্যাম্পেইনে স্লোগানের সেচ্ছাসেবীদের সাথে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিকলীগের সাবেক সফল সভাপতি আব্দুল মতিন মাষ্টার, শিমরাইল বায়তুন নূর জামে মসজিদের সভাপতি জলিল মাস্টার, শিশু কানন হাই স্কুলের প্রতিষ্ঠাতা মোঃ মজিবুর রহমান । উপস্থিত সকল অতিথিবৃন্দ স্লোগান সংগঠনের মানবিক কাজের ভূয়সী প্রশংসা করেন।