ঢাকা বিভাগনারায়ণগঞ্জরাজনীতি
না’গঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশে’র ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
নিজস্ব সংবাদদাতা: ১৯৮৭ সালের এ দিনে (১৩ মার্চ) এক রক্তাক্ত ইতিহাসের মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দুর্নীতি ও দুঃশাসন মুক্ত একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে পীর সাহেব চরমোনাই এর নেতৃত্বে আবির্ভাব হয় এ সংগঠনের। প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধী আদর্শ ও ন্যায়ের উপর অটল থেকে সারা দেশে ব্যাপক কার্যক্রম পরিচালনা করে আসছে। এমনকি দেশের গন্ডি পেরিয়ে বিভিন্ন দেশেও কমিটি গঠন করতে সক্ষম হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর সভাপতি মুহাম্মাদ নুর হোসেন ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ সুলতান মাহমুদ এক যুক্ত বিবৃতিতে নারায়ণগঞ্জ বাসীকে রক্তিম শুভেচ্ছা ও অভিন্দন জানান। দেশে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করার আহ্বান জানান।