জেলা/উপজেলাসিদ্ধিরগঞ্জ

নাসিক ৮নং ওয়ার্ডে চলছে মশক নিধন কার্যক্রম

আহসানুল হাবিব সোহাগ, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুুুল আমিন মোল্লার  উদ্যোগে মশক নিধন কার্যক্রম শুরু হয়েছে। গত ০১মার্চ সোমবার থেকে কাউন্সিলর রুহল মোল্লার নেতৃত্বে মশক নিধন কার্যক্রম নাসিক ৮নং ওয়ার্ডে শুরু হয়। মশা নিধনে তিনি নিজ উদ্যোগে দুইটি ফগার মেশিন ক্রয় করেছেন। করোনা পরিস্থিতিতে ডেঙ্গু সংক্রমন রোধে ওয়ার্ডবাসীকে মশার উপদ্রপ থেকে রক্ষা করতে মশক নিধন অভিযান পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুুুল মোল্লা। মশক নিধন কার্যক্রম কালে এলাকাবাসীর উদ্দেশ্যে তিনি সকলকে নিজ নিজ বাড়ি ঘর ও আঙিনা পরিস্কার পরিচ্ছন্ন রাখা এবং তিনদিনের বেশি সময় পাত্রে জমে থাকা পানি ফেলে দেয়াসহ মশা বাহিত  রোগে আক্রান্ত হলে আতঙ্কিত না হয়ে রোগীকে প্রচুর তরল খাওয়ানো,জটিলতা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেয়া এবং ঘুমাতে যাওয়ার সময় মশারি ব্যবহারের পরামর্শ দেন। তিনি আরও বলেন, ওয়ার্ডবাসীকে ডেঙ্গুর সংক্রমন থেকে রক্ষা করতে আমার নিজস্ব উদ্যোগ ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয় ডা.সেলিনা হায়াত আইভীর সহযোগীতায় ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ফগার মেশিন দিয়ে মশা নিধনের জন্য ঔষধ স্প্রে করা হচ্ছে।  তা প্রতিদিনই অব্যাহত থাকবে। চাহিদা অনুপাতে মশার ওষুদ সরবরাহ করায় তিনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা.সেলিনা হায়াত আইভীর প্রতি ওয়ার্ডবাসীর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close