জেলা/উপজেলাসিদ্ধিরগঞ্জ

খেলাধুলায় যুক্ত থাকলে মাদকাসক্ত হওয়ার আশংকা থাকে না : হাজী মানিক মাষ্টার

বজ্রধ্বনি রিপোর্ট : আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে মুনলাইট বন্ধুমহল ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত ক্রীড়া প্রতিযোগীতায় প্রধান অতিথি নাসিক প্যানেল মেয়র-২, ৬নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মতিউর রহমান মতির পক্ষ থেকে পুরস্কার বিতরণ করেন সুমিলপাড়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও নাসিক ৬নং ওয়ার্ড পুলিশিং কমিটির সদস্য হাজী মানিক মাষ্টার।

রবিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নাসিক ৬নং ওয়ার্ডের এসওরোড মুনলাইট এলাকায় শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি মো: আকতার হোসেনের সভাপতিত্বে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে হাজী মানিক মাষ্টার বলেন, বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের কারণে আমরা আজ স্বাধীন একটি দেশ পেয়েছি। মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস আমাদের জানতে হবে। মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলনের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারন করে আমাদের কাজ করতে হবে। এসময় হাজী মানিক মাষ্টার আয়োজকদের ধন্যবাদ দিয়ে বলেন, পড়ালেখার পাশাপাশি খেলাধুলার প্রয়োজন আছে। খেলাধুলায় যুক্ত থাকলে মাদকাসক্ত হওয়ার আশংকা থাকে না। তাই পড়ালেখাও করতে হবে এবং খেলাধুলাও করতে হবে। মাদক, সন্ত্রাস, ইভটিজিং, কিশোরগ্যাং রোধে সকলকে কাজ করতে হবে। তিনি মুনলাইট বন্ধুমহলের সকল ভালো কর্মকান্ডের সাথে থাকার আশ্বাস প্রদান করে বলেন, আপনাদের যেকোনো সমস্যায় ও যেকোনো পরিস্থিতিতে আমরা আপনাদের ভালো কাজের পাশে আছি এবং থাকবো ইনশাআল্লাহ।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক স্বাধীন বাংলাদেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মানবাধিকার কর্মকর্তা আশরাফ উদ্দীন, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি জোবায়ের আলম হীরা, মহানগর শাখার সভাপতি প্রকৌশলী আল মামুনুর রশীদ, আওয়ামীলীগ নেতা আব্দুস সোবহান, যুবলীগ নেতা জুয়েল হোসেন, আ: হান্নান প্রধান প্রমুখ।

ক্রীড়া প্রতিযোগীতার পরিচালক ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও হিউম্যান রাইটস অফ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি মো: আকতার হোসেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close