জাতীয়ঢাকা বিভাগনারায়ণগঞ্জবিভাগসারাদেশ

না’গঞ্জ সিদ্ধিরগঞ্জে দুষ্টচক্রের অপপ্রচারের শিকারঃ শিল্পপতি হাজী মোক্তার

নিজস্ব প্রতিনিধি:

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকার প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও শিল্পপতি আলহাজ¦ মোক্তার হোসেন’র বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে একটি দুষ্টচক্র। নিজেদের অভিসন্ধি পুরণে মিথ্যা অপপ্রচারের কৌশল হিসেবে চক্রটি বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। স্থানীয় কিছু নামসর্বস্ব দৈনিকে তাকে ‘ফুটপাতের চাঁদাবাজও’ বানানো হয়েছে। অবাক করা বিষয় হচ্ছে, ওইসব গণমাধ্যমেও প্রতিবেদনে আলহাজ¦ মোক্তার হোসেন’র কোন বক্তব্যই নেই। যা গণমাধ্যমের নীতিবিরুদ্ধ। প্রতিবেদনেই লেখা রয়েছে সিদ্ধিরগঞ্জে তার নয়টি বাড়ি রয়েছে। তিনি একজন কোটিপতি। অথচ ওই ব্যক্তি নাকি ফুটপাতে চাঁদাবাজি করেন! আলহাজ্ব মোক্তার হোসেন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ীই নন, এলাকার বিভিন্ন সামাজিক এবং পেশাজীবী সংগঠনের সম্মানের পদে অধিষ্ঠিত। দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকায় সুনামের সাথে ব্যবসা ও বসবাস করছেন। গণমাধ্যমে এসব অপপ্রচার প্রসঙ্গে আলহাজ্ব মোক্তার হোসেন বলেন, সাংবাদিকরা জাতির বিবেক, সমাজের আয়না। তাদের কাছে এমন আচরণ মোটেই কাম্য না। আমাকে ও আমার ছেলেকে নিয়ে যে প্রতিবেদন করা হয়েছে সেখানে আমার কোন বক্তব্য নেয়া হয়নি। যা সাংবাদিকতার নীতিবিরুদ্ধ। শুধু তাই নয়, যে ফুটপাতের দোকান নিয়ে প্রতিবেদন করা হয়েছে সে দোকানের ছবি না ছাপিয়ে আমাদের ছবি ছাপানো হয়েছে। এতেই বোঝা যায় বিষয়টি উদ্দেশ্যমূলক এবং একটি চক্র এসব অপপ্রচারের পেছনে কাজ করছে। তিনি আরও বলেন, আমার হিরাঝিলস্থ বাড়ির সামনে একটি দোকান নির্মাণ করে তা ভাড়া দেয়া হয়েছে। ওই দোকানে ভাড়াটিয়া সবজি ও ফলের ব্যবসা করে। মাত্র একটি দোকানের জন্য ওই সড়কে যানজট সৃষ্টি হয়-এটা কী করে সম্ভব। আলহাজ্ব মোক্তার হোসেন বলেন, আসলে একটি দুষ্টচক্র তাদের দূরভিসন্ধি বাস্তবায়ন করতে অপপ্রচারে গণমাধ্যমকর্মীদের ব্যবহার করেছেন। কিন্তু আমি তাদের বলতে চাই, সত্য সত্যই। মিথ্যা দিয়ে কখনোই জয়ী হওয়া যায় না। কারো সম্মান হানি করে আখেরে ফল ভালো হয় না। আল্লাহ তাদের সবাইকে হেদায়েত দান করুন আলহাজ্ব মোক্তার হোসেন’র পারিবারিক ইতিহাস সমৃদ্ধ। তাদের পরিবারের সকলে প্রতিষ্ঠিত। তার বড়ভাই চাঁদপুর ছেঙ্গারচর পৌরসভার সফল মেয়র বিল্লাল হোসেন সরকার। মোক্তার হোসেন সরকার সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকার স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা সহ বিভিন্ন প্রতিষ্ঠানে সুনামের সাথে দায়িত্ব পালন করে চলেছেন। তার কর্মকান্ডে ইতোমধ্যে তিনি সিদ্ধিরগঞ্জে আলোকিত মানুষ হিসেবে পরিচিতিও লাভ করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close