বিভাগসারাদেশসিলেট বিভাগ
কমলগঞ্জে ১৩৪ ক্রস ব্রীড বাকনা গরু ও দানাদার খাদ্য বিতরণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত উন্নয়ন প্রকল্পের আওতায় ১৩৪ জন সুফলভোগীকে অনুদান হিসেবে ক্রস ব্রীড বাকনা গরু ও দানাদার খাদ্য বিতরণ করা হয়েছে।
রবিবার (২৪ ডিসেম্বর) দুপুরে কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এসব গরু ও দানাদার খাদ্য বিতরণ করেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মোঃ রফিকুর রহমান, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মো: আব্দুস ছামাদ, পৌরসভার মেয়র মো: জুয়েল আহমেদ, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আছলম ইকবাল মিলন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মোঃ হেদায়াতুল্লাহ, উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ, মাধবপুর ইউনিয়ণ আওয়ামীলীগ সভাপতি আসীদ আলী প্রমুখ।