জাতীয়জেলা/উপজেলাঢাকা বিভাগফতুল্লাবিভাগসারাদেশ

তথ্য প্রযুক্তিতে দেশ অনেকদূর এগিয়েছে: শফি

 ফতুল্লা প্রতিনিধি:

ফতুল্লা থানা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শফি উল্লাহ শফি বলেছেন, তথ্য প্রযুক্তিতে দেশ অনেকদূর এগিয়েছে। ডিজিটাল বাংলাদেশ নির্মাণে এ সরকার দিনরাত কাজ করে চলেছে। দেশের মানুষ এখন তথ্য প্রযুক্তির সুফল পাচ্ছে। এ সরকার ক্ষমতায় থাকলে দেশ একদিন বিজ্ঞান ও প্রযুক্তিতে উন্নত বিশ্বকে ছাড়িয়ে যাবে। বুধবার (২০ জানুয়ারী) দুপুরে ফতুল্লায় নাসিম ওসমান মেমোরিয়াল পার্কে ফতুল্লা থানা আওয়ামী লীগের নবগঠিত কমিটির পরিচিতি সভা শেষে এক প্রতিক্রিয়ায় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক শফি এসব কথা বলেন। শফিউল্লাহ শফি আগের কমিটিতে যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন। নতুন কমিটিতে তাকে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদ দেয়ায় তিনি নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ আলহাজ্ব এ কে এম শামীম ওসমান, ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফ উল্লাহ বাদল এবং সাধারণ সম্পাদক শওকত আলীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সভায় ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফ উল্লাহ বাদল’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই। প্রধান আলোচক ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মোঃ শহীদ বাদল। প্রসঙ্গত ২০১৯ সালের ৭ ডিসেম্বর এই পার্কেই থানা আওয়ামী লীগের সম্মেলনে এম সাইফ উল্লাহ বাদল ও সাধারণ সম্পাদক শওকত আলীকে দ্বিতীয় দফায় যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। সম্মেলনের প্রায় ১৩ মাস পরে সম্প্রতি ফতুল্লা থানা আওয়ামী লীগের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close