জাতীয়ঢাকা বিভাগনারায়ণগঞ্জনারায়ণগঞ্জ সদরবিভাগসারাদেশ

করোনাকালে সাংবাদিকরা যে ভূমিকা রেখেছেন, এজন্য আমি তাদের স্যালুট করি : সাংসদ শামীম ওসমান

নিজস্ব প্রতিনিধি:

নারায়ণগঞ্জে কোভিড-১৯ র‌্যাপিড অ্যান্টিজেন পরিক্ষার শুভ উদ্বোধন হয়েছে। মাত্র ৩০ মিনিটেই করোনা ভাইরাসের ফলাফল পাওয়া যাবে র‌্যাপিড অ্যান্টিজেন পরিক্ষার মাধ্যমে। মঙ্গলবার (১২ জানুয়ারী) দুপুরে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ আলহাজ্ব এ কে এম শামীম ওসমান এ উদ্বোধন করেন । ডা. সামসুদ্দোহা সঞ্চয় জানান, কোভিড-১৯ র‌্যাপিড অ্যান্টিজেন পরিক্ষার জন্য হাসপাতালে সবধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। র‌্যাপিড পরিক্ষা সঠিক রিপোর্ট দেয় এবং এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে। নারায়ণগঞ্জে প্রতিদিন অন্তত ২০টির মতো র‌্যাপিড অ্যান্টিজেন পরিক্ষা করা যাবে। যাদের দ্রুত ফলাফল প্রয়োজন তাদের অগ্রাধিকার দেয়া হবে। পাশাপাশি হাসপাতালের আরটিপিসিআর ল্যাবেও নমুনা পরীক্ষা চলবে। র‌্যাপিড অ্যান্টিজেন পরিক্ষার ক্ষেত্রে পিসিআর ল্যাবের পরীক্ষার সমমান ফি ১০০ টাকা করে নেয়া হবে। এখানে বিদেশ গমনকারী যাত্রীদের ক্ষেত্রে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করানো হবে না। তাদেরকে আরটিপিসিআর ল্যাবেই পরীক্ষা করাতে হবে। যেখানে পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার ফলাফল দিতে অন্তত চব্বিশ ঘন্টা সময় লাগে। র‌্যাপিড অ্যান্টিজেন পরিক্ষার মাধ্যমে ৩০ মিনিটে ফলাফল প্রদান করা হবে। এসময় প্রধান অতিথি বলেন, নারায়ণগঞ্জবাসীর উপকার হবে লিংক রোডে বঙ্গবন্ধু’র নামে বিশ্ববিদ্যালয় নির্মিত হলে। এছাড়া হীরাঝিল ও লিংক রোড প্রকল্পের উন্নয়ণ সহ নানা চলছে। করোনাকালে নারায়ণগঞ্জের জনপ্রতিনিধিরা তাদের যথাযথ দায়িত্ব পালন করেছেন। তবে এই দায়িত্বের বাহিরেও কিছু লোক স্বেচ্ছায় দায়িত্ব পালন করেছেন। এসময় শামীম ওসমান আরও বলেন, করোনাকালে সাংবাদিকরা যে ভূমিকা রেখেছেন, এজন্য আমি তাদের স্যালুট করি। কারণ, তখন সব জায়গায় বিভ্রান্তকর তথ্য বেশি ছড়াচ্ছিল। তাই আমরা জানার চেষ্টা করছিলাম যে, জনগণ এখানে সঠিক সেবা পাচ্ছে কিনা? কেননা, করোনার জন্য তখন কেউ ঘর থেকে সহসাই বাহিরে বের হয়নি। তারপরেও মানুষের ঘরে খাবার পৌঁছে দেয়া, এমনকি হাসপাতালের ভিতরে ঢুকে সাংবাদিকরা তাদের পরিচয় গোপন রেখে হাসপাতালের করোনা রোগীদের সেবার পরিস্থিতি দেখে ভিডিও করে আমাকে পাঠিয়ে ছিল। আজকে আমি সেই সব সাংবাদিকদের ধন্যবাদ জানাতে চাই। এই নারায়ণগঞ্জের অনেক ঘটনা আমরা সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরেছি। নারায়ণগঞ্জ ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি তানভীর আহমেদ টিটু বলেন, করোনার মধ্যে আমরা মানবিক জায়গা থেকে যতটুকু পেরেছি করেছি। আমি ধন্যবাদ জানাই তাদের যারা সার্বক্ষণিক মানুষের সেবার কথা চিন্তা করেছেন। সবসময় চেয়েছেন যাতে মানুষ সুস্থ থাকে তারা হলো আমাদের স্বাস্থকর্মী। কিন্তু এই মহামারীতে একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন গণমাধ্যমকর্মীরা। আমরা তো ঘরের মধ্যে বন্দি হয়ে ছিলাম, তারাই কেবল মৃত্যুকে পেছনে ফেলে সবসময় আমাদের কাছে খবর পৌঁছে দিয়েছেন। আমাদের একমাত্র ভরসা ছিলো সংবাদকর্মীরা। আমাদের এমপি মহোদয় জননেত আলহাজ্ব এ কে এম সেলিম ওসমান ও শামীম ওসমান কোন ধরণের প্রচারণা ছাড়াই চেষ্টা করেছেন মানুষের পাশে দাঁড়াতে। তারা নিজেদের অর্থ দিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন। অনুষ্ঠানে ৩শ’ শয্যা হাসপাতালের সুপার ডা. আবুল বাশার’র সভাপতিত্বে এবং ডা. সামসুদ্দোহা সঞ্চয়’র সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. দেবাশীষ সাহা, জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচীপ) জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. বিধান চন্দ্র পোদ্দার, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুবাস সাহা, নারায়ণগঞ্জ ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি তানভীর আহমেদ টিটু, মহানগর সেচ্ছাসেবক লীগ’র সভাপতি জুয়েল, নারায়ণগঞ্জ জেলা ছাত্র লীগ’র সাবেক সভাপতি এহসানুল হোসেন নিপু প্রমূখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close