জাতীয়জেলা/উপজেলাঢাকা বিভাগনারায়ণগঞ্জবিভাগসারাদেশ

কালের কণ্ঠ’র ১২ বছরে পদার্পণে ৮ জনকে সম্মাননা

 নিজস্ব প্রতিনিধি:

কালের কণ্ঠ’র ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৮ জনকে বিশেষ সম্মাননা ও ৩ জন দুস্থকে সাহায্যের হাত বাড়িয়েছে শুভসংঘ নারায়ণগঞ্জ জেলা। রবিবার (১০ জানুয়ারী) বিকেলে রাইফেল ক্লাবে এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ আলহাজ্ব এ কে এম শামীম ওসমান। বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, পুলিশ সুপার মোঃ জায়েদুল আলম। অনুষ্ঠানে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সম্মাননা দেওয়া হয় হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান কাজী মোঃ শহীদুল্লাহকে, মুক্তিযুদ্ধের জন্য বীর মুক্তিযোদ্ধা বিজয় চন্দ্র সরকার, করোনাবীর হিসেবে জেলা করোনা ফোকাল পার্সন ডা. জাহিদুল ইসলাম, ক্রীড়াক্ষেত্রে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটু, দক্ষ সংগঠক হিসেবে চন্দন শীল, কালের কণ্ঠ’র সাথে ১১ বছর সম্পৃক্ত থাকায় জেলা প্রতিনিধি দিলীপ কুমার মণ্ডল, রত্নগর্ভা মা মনোয়ারা বেগম, সমাজ হিতৈষী হিসেবে রামপ্রসাদ ঘোষকে সম্মাননা দেওয়া হয়। তাঁদের প্রত্যেককে একটি ক্রেস্ট ও চাঁদর (শাল) প্রদান করা হয়। এছাড়াও ৫ম শ্রেণির প্রতিবন্ধী ছাত্রী সুবর্ণা আক্তার কুলসুমকে একটি হুইল চেয়ার ও ক্র্যাচ, রিক্সাচালক জুলহাসকে বস্ত্র, নগদ অর্থ ও মেধাবী ছাত্র পিয়াল চন্দ্র দাসকে শিক্ষা উপকরণ ও লেখাপড়া করতে সহযোগিতার ঘোষণা দেওয়া হয়। শুভসংঘ নারায়ণগঞ্জের সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে শামীম ওসমান বলেন, এই পত্রিকাটি শুরু থেকেই মুক্তিযুদ্ধের পক্ষের কথা বলে আসছে। ২০১০ সালের ১০ জানুয়ারী বঙ্গবন্ধু’র স্বদেশ প্রত্যাবর্তনের দিন কালের কণ্ঠের যাত্রা শুরু হয়ে আজও সত্যের পথে অবিচল রয়েছে। দিন দিন জনপ্রিয় হয়ে উঠা পত্রিকাটি সাদাকে সাদা বলে আর কালোকে কালোই বলে। আর বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রাকে সবসময়ই জোড়ালোভাবে প্রচার করে পজিটিভ বাংলাদেশ গড়তে সাহায্য করছে। এব্যাপারে বসুন্ধরা গ্রুপও পত্রিকাটিকে যথাযথভাবে পৃষ্ঠপোষকতা দিয়ে আসছে। অনুষ্ঠানে আরও অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক, সদর মডেল থানার ওসি মোঃ শাহ্ জামান, ফতুল্লা মডেল থানার ওসি মোঃ আসলাম হোসেন, সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোঃ মশিউর রহমান, ট্রাফিক পরিদর্শক কামরুল ইসলাম, ট্রাফিক পরিদর্শক বিশ^জিৎ সাহা, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ’র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ নিজাম, বিকেএমই’র সহ সভাপতি মোর্শেদ সারওয়ার সোহেল, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স’র পরিচালক ফারুক বিন ইউসুফ, জেলা ছাত্র লীগ’র সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু, জেলা হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদ’র সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাস, মহানগরের সভাপতি লিটন চন্দ্র পাল, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রঞ্জিত মণ্ডল, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি প্রমূখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close