জাতীয়জেলা/উপজেলাঢাকা বিভাগনারায়ণগঞ্জসারাদেশ

না’গঞ্জে মোমবাতি প্রজ্বলন ও নিরবতা পালন নেত্রী আয়শা খানম স্মরণে

নিজস্ব প্রতিনিধি মোঃ ওয়ারদে রহমান:

বাংলাদেশ মহিলা পরিষদের নেত্রী নারী আন্দোলনের অগ্রসেনানী, বীর মুক্তিযোদ্ধা আয়শা খানম’র প্রয়ানে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ মহিলা পরিষদ সারাদেশে একযোগে ৫টা ৩০ মিনিটের সময় হতে ৬টা পযন্ত মোমবাতি প্রজ্বলন ও ১ মিনিট নিরবতা কর্মসূচী পালন করেছে। শুক্রবার (৮ জানুয়ারী) সন্ধায় নারায়ণগঞ্জ জেলা শাখা সংগঠন কার্যালয়ে অত্যান্ত ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এ কর্মসূচী পালন করা হয়। মুক্তিযোদ্ধা আয়েশা খানম বাষট্টির ছাত্র আন্দোলন, উনসত্তরের গণঅভ্যুত্থান এবং মহান মুক্তিযোদ্ধসহ সকল প্রগতিশীল আন্দোলনের সক্রিয় সংগঠক ছিলেন। তিনি ছাত্র জীবন শেষে বঞ্চিত, নিপীড়িত অধিকারহীন নারীদের অধিকার আদায়ে আমৃত্যু নিয়োজিত ছিলেন। তার মৃত্যুতে বাংলাদেশের নারী আন্দোলন এক অকৃতিম অভিভাবক হারালো। এসময় উপস্থিত ছিলেন, সভাপতি ও কেন্দ্রীয় সহ-সভাপতি লক্ষ্মী চক্রবর্তী, সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সহ-সভাপতি আনজুমান আরা আকসির, সহ-সভাপতি ও কেন্দ্রীয় প্রশিক্ষণ গবেষণা ও পাঠাগার সম্পাদক রীনা আহাম্মেদ, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট হাসিনা পারভীন, সহ-সাধারণ সম্পাদক রহিমা খাতুন, সংগঠন সম্পাদক প্রীতিকণা দাস, লিগ্যাল এইড সম্পাদক সাহানারা বেগম, প্রশিক্ষণ সম্পাদক তড়িতা সাহা, সমাজ কল্যাণ সম্পাদক রওশন আরা পারুল, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক লায়লা ইয়াছমিন, রাশিদা বেগম, সুজাতা আফরোজ প্রমূখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close