আড়াইহাজারজেলা/উপজেলানরসিংদীনারায়ণগঞ্জনারায়ণগঞ্জ সদরফতুল্লাবন্দররুপগঞ্জসিদ্ধিরগঞ্জসোনারগাঁও
আমি আপনাদের কাছে ভোট না, দোয়া চাইতে এসেছি: মনির হোসাইন কাসেমী

আমি আপনাদের কাছে ভোট না, দোয়া চাইতে এসেছি: মনির হোসাইন কাসেমী
নিজস্ব সংবাদদাতা: বিএনপি’র চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া’র বিদেহী আত্মার মাগফেরাত কামনায় রবিবার (১৮ জানুয়ারী) দুপুরে ফতুল্লার বিলাস নগর এলাকার দারুস সুন্নাত ছালেহিয়া মোহেব্বীয়া দীনিয়া মাদ্রাসায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মোঃ হোসাইন বোখারী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি মনোনীত জোট প্রার্থী মুফতী মনির হোসাইন কাসেমী।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- প্রার্থী হিসাবে ইলেকশন, ভোট এগুলো নিয়ে ২১ তারিখের পরে কথা বলবো আপনাদের সাথে। ২১ তারিখের আগে ভোট চাওয়া যাবে না। এদিক-সেদিক কথা বললেই শোকজ দেওয়া হবে। এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘণ করা হবে। সুতরাং আমি একজন সু-নাগরিক হিসাবে যে আইন ও বিধানগুলো আছে সেগুলো মেনে চলবো, এটাই স্বাভাবিক। আমি আপনাদের কাছে ভোট না, দোয়া চাইতে এসেছি। দরবার শরিফের উসিলায়।
তিনি আরও বলেন- আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ্ তায়ালা শুধু এক মনিরকে নয়, নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসন সহ দেশের অন্তত পক্ষে অর্ধেকের বেশী সিটে যেন সকলে মিলে আলেম-ওলামা ও ভালো মানুষকে বসাতে পারি। এই দেশ যেনো পরিচালিত হয় কোরআন-পড়ুয়া, দ্বীনদারের মাধ্যমে।ভবিষ্যতে যিনি দেশের দায়িত্ব নিতে যাচ্ছেন, তিনি তারেক রহমান সাহেব। উনি ইংল্যান্ডে শুধু নির্বাসনে সময় কাটায়নি। বরং নির্বাসিত জীবন যাপনের সাথে সাথে তার আমূল পরিবর্তন হয়েছে। তিনি যেকোন দাড়িওয়ালা-জুব্বাওয়ালা আলেমের চাইতে কোনো দিক থেকে কম নয়। তিনি খুবই বেশী আমলদার মানুষ, তার চেহারার দিকে তাকালেই বোঝা যায়।
বেগম খালেদা জিয়া’র বিদেহী আত্মার মাগফেরাত কামনার পাশাপাশী সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও প্রয়াত আরাফাত রহমান কোকো’র বিদেহী আত্মার মাগফেরাত কামনায় প্রার্থণা করা হয়। একই সাথে বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান সহ জিয়া পরিবারের সকল সদস্যের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া প্রার্থণা করা হয়।
ও-ই দোয়া মাহফিলে এসময় আরও উপস্থিত ছিলেন- জমিয়তে উলামায়ে ইসলাম নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান, জমিয়তে উলামায়ে ইসলাম নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা মুনাওয়ার হোসাইন সহ অন্যান্য নেতা-কর্মীরা।



