আড়াইহাজারজেলা/উপজেলানরসিংদীনারায়ণগঞ্জনারায়ণগঞ্জ সদরফতুল্লাবন্দররুপগঞ্জসিদ্ধিরগঞ্জসোনারগাঁও

ওসমান হাদী’র উপর গুলির ঘটনায় না’গঞ্জে মাসুদুজ্জামান মাসুদ’র নেতৃত্বে প্রতিবাদ সভা ও মিছিল

নিজস্ব সংবাদদাতা: ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি এবং চট্টগ্রাম-৮ আসনের বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহকে গণসংযোগকালে হিংস্র সন্ত্রাসীরা গুলিবিদ্ধ করার নৃশংস ঘটনায় প্রতিবাদ সভা ও মিছিল করেছে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি’র মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সমাজসেবক ও ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামান মাসুদ’র নেতৃত্বে প্রতিবাদ সভা ও মিছিলের আয়োজন করা হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আয়োজিত এক প্রতিবাদ সভা শেষে এ মিছিলটি নগরীর নবাব সলিমুল্লা রোড হতে চাষাঢ়া গোল চত্বরে এসে সমাপ্তি ঘটে।

সভায় বক্তারা বলেন- এ ঘটনার নিরপেক্ষ এবং দ্রুত তদন্তের দাবী জানান। সে-ই সাথে প্রকৃত দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেফতার করে, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা এবং বিরোধী মতকে দমন করতেই সুপরিকল্পিতভাবে এ ধরনের সহিংসতা চালানো হচ্ছে, যা গণতন্ত্র ও আইনের শাসনের পরিপন্থী। দেশের গণতন্ত্র, নির্বাচন ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

ও-ই প্রতিবাদ সভায় মাসুদুজ্জামান মাসুদ তার বক্তব্যে বলেন- প্রত্যেক দলের রাজনীতিতে আলাদা মত ও পথ ভিন্ন হতে পারে। কিন্তু দিন শেষে আমরা সবাই একই দেশের নাগরিক। ভিন্নতা মেনে নিয়েই দেশ ও মানুষের স্বার্থে ঐক্যবদ্ধ থাকা গণতন্ত্রের সৌন্দর্য। অথচ একটি দেশ বিরোধী ষড়যন্ত্রকারী চক্র নির্বাচনকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে একের পর এক হামলা ও অন্তর্ঘাত মূলক তৎপরতায় লিপ্ত হয়েছে।

তিনি আরও বলেন- ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদি এবং চট্টগ্রাম-৮ আসনের বিএনপি’র প্রার্থী এরশাদ উল্লাহ’র উপর সংঘটিত ন্যাক্কারজনক হামলা, সে-ই গভীর ষড়যন্ত্রেরই বহিঃপ্রকাশ। আমরা এ-ই বর্বর হামলার তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক বিচারের দাবী জানাচ্ছি। একই সাথে তিনি এ-সব ষড়যন্ত্রকারীর বিরুদ্ধে সর্বস্তরে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। নির্বাচন বানচাল করে দেশকে অস্থিতিশীল করার সকল ষড়যন্ত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করবে।

ও-ই প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলে এসময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক এড. জাকির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক এ. টি. এম. কামাল, মহানগর যুব দলের আহবায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব শাহেদ আহমেদ, মহানগর কৃষক দলের সভাপতি এনামুল খন্দকার স্বপন, সাবেক কাউন্সিলর শওকত হাসেম শকু প্রমূখ। এছাড়াও বিভিন্ন ওয়ার্ডের বিএনপি’র অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী বৃন্দ সহ সর্বস্তরের স্থানীয় জনগণ ও-ই সময় উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close