জেলা/উপজেলাঢাকা বিভাগরাজনীতিসারাদেশ

নারায়ণগঞ্জে সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ খেলাফত মজলিসের

নারায়ণগঞ্জের ফতুল্লায় পেশাগত দায়িত্ব পালনকালে তিন সাংবাদিকের ওপর বর্বরোচিত হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন এবং নারায়ণগঞ্জ জেলা ও মহানগর নেতৃবৃন্দ।

​আজ ৫ নভেম্বর, ২০২৫, বুধবার এক যৌথ বিবৃতিতে খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি প্রার্থী এবিএম সিরাজুল মামুন, নারায়ণগঞ্জ মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন ও সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ এবং জেলা সভাপতি হাফেজ মাওলানা আহমদ আলী ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান এই হামলার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

​বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আতা-ই-রাব্বির বাবা শাহাদাত হোসেনের নেতৃত্বে জাগো নিউজের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি আকাশ, নিউজ নারায়ণগঞ্জ’র ক্যামেরাপারসন আব্দুল্লাহ আল মামুন ও প্রতিবেদক আয়াজ রেজা আরজু-এর ওপর হামলা ও মারধরের ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক ও নিন্দনীয়। এই ধরনের হামলা স্বাধীন সাংবাদিকতার কণ্ঠরোধ করার অপচেষ্টা এবং দেশের আইনশৃঙ্খলা পরিবেশের পরিপন্থী।”

​“দেশের আপামর ছাত্র-জনতা ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের মাধ্যমে যে স্বৈরাচারী শাসনের পতন ঘটিয়েছে, তার প্রধান লক্ষ্য ছিল মানুষের বাক-স্বাধীনতা নিশ্চিত করা। অথচ অত্যন্ত পরিতাপের বিষয়, আজকেও আমরা দেখছি কিছু লোক নিজেদের দলীয় দাপটে নতুনভাবে স্বৈরাচারী সেই পুরোনো কায়দায় গণমাধ্যমসহ মানুষের কণ্ঠরোধ করতে মরিয়া হয়ে উঠেছে।”

​“সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতার বাবা শাহাদাত হোসেন কর্তৃক হামলা প্রমাণ করে যে, ক্ষমতার অপব্যবহারকারীরা জনগণের অধিকারকে আজও তোয়াক্কা করছে না।”

​নেতৃবৃন্দ হুশিয়ার করে বলেন, যারা এখনও পুরনো স্বৈরাচারী কায়দায় সাংবাদিকদের ওপর চড়াও হচ্ছে, তারা যেন মনে রাখে— জনতার চোখ তাদের প্রতিটি অপকর্ম দেখছে, এবং তাদের পরিণতিও হবে ভয়াবহ।

​নেতৃবৃন্দ প্রশাসনের প্রতি অবিলম্বে হামলাকারী শাহাদাত হোসেনসহ হামলায় জড়িত সকলকে গ্রেফতার করে কঠোরতম শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান, যাতে ভবিষ্যতে কেউ মুক্ত সাংবাদিকতা ও বাকস্বাধীনতার ওপর আঘাত হানার সাহস না পায়।

​বিবৃতিতে নেতৃবৃন্দ- আহত সাংবাদিকদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে তাঁদের দ্রুত সুস্থতা কামনা করা হয় এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি জোর আহ্বান জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close