Uncategorized

জাতীয় যুবশক্তি, নারায়ণগঞ্জ জেলা কমিটি ঘোষণা

জাতীয় নাগরিক পার্টির সহযোগী সংগঠন জাতীয় যুবশক্তি-এর নারায়ণগঞ্জ জেলার ৪২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। গত ১৪ অক্টোবর, রোজ মঙ্গলবার, কেন্দ্রীয় আহ্বায়ক, সদস্য সচিব এবং মূখ্য সংগঠকের স্বাক্ষর সম্বলিত দলীয় প্যাডে অনুমোদিত এই কমিটি জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় ফেসবুক পেজে প্রকাশ করা হয়।

নবগঠিত কমিটিতে শাকিল সাইফুল্লাহকে আহ্বায়ক, মো: নাসিমকে সদস্য সচিব এবং রাইসুল ইসলাম রিফাতকে মূখ্য সংগঠক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন যে, তাঁদের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা কমিটি তরুণ সমাজকে ঐক্যবদ্ধ করে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবে।

আহ্বায়ক শাকিল সাইফুল্লাহ তাঁর প্রতিক্রিয়ায় বলেন,

“দলীয় মূখ্য নেতৃত্ত্বের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকলের সহযোগিতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে জাতীয় যুবশক্তিকে নারায়ণগঞ্জে একটি কার্যকর, শক্তিশালী ও জনসম্পৃক্ত সংগঠন হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।”

সদস্য সচিব মো: নাসিম বলেন,

“এই দায়িত্ব আমার জন্য এক বিশাল অনুপ্রেরণা। সাংগঠনিক ঐক্য ও কর্মীদের অংশগ্রহণের মাধ্যমে আমরা যুবশক্তিকে জনআন্দোলনের বলয়ে আরও শক্তভাবে প্রতিষ্ঠিত করব।”

মূখ্য সংগঠক রাইসুল ইসলাম রিফাত বলেন,

“কেন্দ্রীয় নেতৃত্ব আমাদের প্রতি যে আস্থা রেখেছেন, তার মর্যাদা রাখাই হবে আমাদের প্রথম দায়িত্ব। তরুণদের ইতিবাচক শক্তিকে কাজে লাগিয়ে আমরা জাতীয় যুবশক্তিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই।”

যুগ্ম আহবায়ক রিফাত হোসেন অন্তু বলেন,

জাতীয় যুবশক্তির সাংগঠনিক কাঠামো অনুযায়ী আমাদের তরুণ প্রজন্ম হাত ধরে যেন নতুন রাজনৈতিক বন্দোবস্তের বাস্তবায়ন এবং তরুণ প্রজন্মের নেতৃত্বের মাধ্যমে আগামীর নতুন বাংলাদেশের সুচনার লক্ষ্যে সর্বদা দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করে সংগঠনকে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ।

যুগ্ম আহবায়ক মিনহাজুল আবেদীন (বাবলু) বলেন,

কেন্দ্রীয় নেতৃত্বের আস্থায় আজ আমরা এই দায়িত্বে এসেছি। আমরা আমাদের দায়িত্বশীল আচরণের মাধ্যমে সর্বস্তরের জনসাধারণকে সাথে নিয়ে নিজেদের রাজনীতিতে অন্তর্ভূক্তির কারণ জানান দেবো ইনশাআল্লাহ।

সিনিয়র সংগঠক জাহিদুল হক বাঁধন বলেন,

জাতীয় যুবশক্তির নারায়ণগঞ্জ জেলার সিনিয়র সংগঠকের দায়িত্ব আমাকে অর্পণ করা হয়েছে এটি আমার কাছে গৌরবের পাশাপাশি সংগ্রামের প্রতিশ্রুতি। আমি স্পষ্টভাবে জানাচ্ছি, সংগঠনের শৃঙ্খলা, যোগ্য নেতৃত্ব ও ন্যায়ের পথে কোনো আপস করা হবে না। কেন্দ্রীয় সংগঠকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে এই আকাশস্পর্শী দ্বায়িত্ব অর্পনের জন্য।

সিনিয়র যুগ্ম আহবায়ক জারিফ কামরান অনন্ত বলেন,

যে গুরুদায়িত্ব আমাকে প্রদান করা হয়েছে তা পালনে আমি দৃঢ়প্রতিজ্ঞ। একটি নতুন বাংলাদেশ বিনির্মানে কাজ করে যাচ্ছে জাতীয় যুবশক্তি। আর যুবশক্তিকে কিভাবে আরও শক্তিশালী করা যায় সে লক্ষ্যে আমি কাজ করে যাবো ইনশাআল্লাহ। আমি ও আমার সহযোদ্ধারা মিলে একটি আত্ননির্ভরশীল, সমৃদ্ধশালী এবং বৈষম্যমুক্ত একটি বাংলাদেশ গঠনে কাজ করে যেতে পারবো, আমি এই আশাই ব্যক্ত করছি।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আগামী দিনগুলোতে জেলা ও উপজেলা পর্যায়ে সাংগঠনিক পুনর্গঠন, সদস্য সংগ্রহ এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে যুবশক্তিকে একটি অগ্রণী তরুণ সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করার উদ্যোগ নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close