সাহিত্য
কবিতা: জীবনের মানে

কবিতা: জীবনের মানে
জীবন মানে আকাশের দিকে তাকিয়ে থাকা।
জীবন মানে সাদা মেঘের মত স্বে চলার ইচ্ছা করা।
জীবন মানে খাঁচায় বন্দি পাখির মত সংগ্রাম করে বেঁচে থাকা্
জীবন মানে ঝর্ণার মত ছল ছল শব্দে বয়ে যাওয়ার চেষ্টা করা।
জীবন মানে ঝর্ণার মত স্বাধীন ভাবে বয়ে চলার বিরুদ্ধে বিশাল নদী বা সাগরের বাধা পাওয়া,
জীবন মানে নদীর মত কখনো কল কল শব্দ করে প্রকৃতিকে মোহনীয় করে তোলা।
জীবন মানে নদীর মত সাগরের বিশালতায় মিশে গিয়ে নিজেকে হারিয়ে ফেলা,
জীবন মানে চাঁদের মত নিজের গৃহিত দান করে উদারতার পরিচয় দেওয়া।
জীবন মানে চঁাদের মত নিজের কলংকের কথা তুলে ধরে নিজেকে ছোট ভাবা,
জীবন মানে গোলাপের মত সুবাস ছড়িয়ে মানুষের প্রশংসা পাওয়া।
✍️ তামান্না রিমা
শ্রেণী:অনার্স (৩য়)বর্ষ
জেলা:খুলনা (শাখা, বিএল কলেজ) বিভাগ :অর্থনীতি