নারায়ণগঞ্জ
গলাচিপায় দুইদিন ব্যাপী শোহাদায়ে কারবালা মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা: পবিত্র আশুরা ও শোহাদায়ে কারবালা স্মরণে গলাচিপা জামে মসজিদ প্রাঙ্গণে দুইদিন ব্যাপি হযরত ইমাম হাসান ও হোসাইন (রাঃ) আশুরা মাহফিল উদযাপন পরিষদের উদ্যোগে শোহদায়ে কারবালা মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত রবিবার (৬ জুলাই) ১০ মহরম উক্ত ওয়াজ ও দোয়ার মাহফিলের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মেধাবী রাজনীতিক নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি কে. এম. মাজহারুল ইসলাম জোসেফ।
প্রধান বক্তা ও আখেরী মোনাজাত পরিচালনা করেন- হযরত মাওলানা ক্বারি রুহুল আমিন সিদ্দিকী। বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেন- মাওলানা মুফতি মুহাম্মদ কাওসার হুসাইন আল আজহারী, আলহাজ্ব হাঃ মাওলানা ক্বারি মোঃ ফয়েজ কবীর। মোঃ ফরিদ উদ্দিন আহম্মেদ রিপন’র পরিচালনায় মোঃ জালাল উদ্দিন শুভ সুরেশ্বরীর উপস্থাপনায় ও সাংবাদিক মোঃ শহিদুল ইসলাম সেন্টু’র সার্বিক তত্ত্বাবধানে ৯ম বার্ষিকী মাহফিল সম্পন্ন হয়।
দুইদিন ব্যাপী উক্ত মাহফিলে বক্তারা কোরআনের মর্যাদা, রাসূল(সাঃ) এর মহব্বত, সাহাবায়ে কেরাম গণের জীবনী, হযরত আলী (রাঃ) এর জীবনী এবং শোহাদায়ে কারবালা ও হযরত ইমাম হাসান ও হোসাইন (রাঃ) এর জীবনী বিষয়ে বিস্তৃত আলোচনা করেন। এছাড়াও মহিলাদের ওয়াজ শুনার বিশেষ ব্যবস্থা রাখা হয় মাহফিলে।