ঢাকা বিভাগ
কোটা বাতিল আন্দোলন: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিল করে ২০১৮ সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহালের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শনিবার (৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় কলেজ ক্যাম্পাস থেকে একটি মিছিল বের করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নগর জালফৈ বাইপাস এলাকায় বিক্ষোভ করে তারা।
এসময় মহাসড়কের দুইপাশে প্রায় ১৫ কিলোমিটার জুড়ে দেড় ঘণ্টা গাড়ি চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসন শিক্ষার্থীদের বুঝিয়ে মহাসড়ক থেকে অবরোধ তোলে নেয়ার আহ্বান জানালে মহাসড়কের একপাশ দিয়ে গাড়ি চলাচল করতে দেয়। দীর্ঘ দেড় ঘণ্টা আন্দোলনের পর শিক্ষার্থীরা মহাসড়ক থেকে চলে আসেন।
এসময় শিক্ষার্থীরা জানান, ২০১৮ সালের পরিপত্র বাতিল করে কোটা প্রথা পুনর্বহাল করায় শিক্ষার্থীদের অধিকার ক্ষুণ্ন হয়েছে। বিচার বিভাগের প্রতি সম্মান রেখে আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছি। প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি, তিনি আমাদের যৌক্তিক দাবি বিবেচনা করে অধিকার ফিরিয়ে দেয়। দাবি মেনে আমাদেরকে পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ দেয়।