আন্তর্জাতিক

নজিরবিহীন বর্বরতা: ২৪ ঘণ্টায় শতাধিক ফিলিস্তিনিকে হত্যা ইসরাইলি বাহিনীর

গাজায় বেসামরিক অবস্থানে হামলার নজিরবিহীন বর্বরতা জারি রেখে ২৪ ঘণ্টায় শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরাইলি বাহিনী। আর লেবাননেও হিজবুল্লাহ’র বিরুদ্ধে জোরদার অভিযানের প্রস্তুতি নেয়া হয়েছে বলে হুঁশিয়ার করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।

সেন্ট্রাল গাজায় বুরেইজ শরণার্থী শিবির লক্ষ্য করে বিমান হামলার পাশাপাশি কামানের গোলা ছুঁড়েছে ইসরাইরলের স্থল বাহিনী। হামলা হয়েছে ওই অঞ্চলে অবশিষ্ট আবাসিক ভবন লক্ষ্য করে। আহত তিনশতাধিক ফিলিস্তিনিকে নিয়ে যাওয়া হয় কাছাকাছি থাকা চিকিৎসা কেন্দ্রগুলোয়। আল-আকসা হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হতাহতের বড় একটি অংশ নারী ও শিশু।

ইসরাইলের অবরোধে চিকিৎসা সরঞ্জামের অভাবে চরম বিপর্যয়কর এক পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে। এ নিয়ে টানা আট মাসে হত্যা করা হলো ৩৬ হাজার ছয়শো’র বেশি ফিলিস্তিনিকে। শুধু গাজা নয়; লেবাননেও চরম অভিযানের হুঁশিয়ারি দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। লেবানন সীমান্তে গিয়ে বলেন, হামলা হবে হিজবুল্লার অবস্থানে।

এদিকে, ইসরাইলের উত্তরাঞ্চলে হারফিশ গ্রামে কামিকাজে ড্রোনের হামলায় আহত হয়েছে অন্তত সাতজন। দায় স্বীকার করেছে হিজবুল্লাহ। অন্যদিকে, ইসরাইলের দখলে থাকা ফিলিস্তিনের প্রস্তাবিত রাজধানী জেরুজালেমের মালিকানা দাবি করে মিছিল করেছে ১১শ’র বেশি ইসরাইলি। আরব বিরোধী শ্লোগান দেয়া মিছিলটি আল-আকসা মসজিদের কাছাকাছি গেলে ফিলিস্তিনিদের ওপর হামলার ঘটনাও হয়। মিছিলে ছিলেন কট্টর ডানপন্থী নেতা বেন গাভির।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close