বিনোদন
ইউটিউবের আয়ে মসজিদ নির্মাণ করে দাউদ কিমের স্বপ্ন পূরণ
অবশেষে সব বাধা কাটিয়ে মসজিদ নির্মাণের স্বপ্ন পূরণ করেছেন দক্ষিণ কোরিয়ার সাবেক কে-পপ তারকা থেকে মুসলিম হওয়া দাউদ কিম। মসজিদ নির্মাণে বাধা প্রাপ্ত হয়েছেন কয়েকবার। কিন্তু ইনচিওনে ওই মসজিদটি শেষ পর্যন্ত তিনি নির্মাণ করেছেন।
এই কাজে সফল হওয়ার পর ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন দাউদ কিম। সেখানে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, অবশেষে আমি এটা সম্পন্ন করতে পারলাম। সবার সহযোগীতায় আল্লাহর ঘর নির্মাণ হয়েছে। আমি জানি যে, এটা নিয়ে অনেক মানুষ উদ্বিগ্ন। কিন্তু আমি আমার স্বপ্নপূরণে কখনো হাল ছেড়ে দিইনি। ধন্যবাদ সবাইকে।’
দাউদ কিম মূলত দক্ষিণ কোরিয়ার পপ শিল্পী। সারাজীবন বিনোদন জগত থেকে নাম যশ কামিয়ে শেষমেশ ধর্মে-কর্মে থিতু হয়েছেন। কিন্তু যে দেশের তিনি নাগরিক, সে দেশের অধিকাংশ মানুষই ধর্মহীন। তাই এমন দেশে মসজিদ নির্মাণ সহজ বিষয় ছিল না।
জানা যায়, ২০০১ সালে টুইন টাওয়ার হামলার পর ‘জে কিম’ ইসলাম শব্দটির সঙ্গে পরিচিত হতে থাকেন। একসময় তার মনে হতো ইসলাম মানেই জঙ্গিবাদ। কিন্তু পরে তার ইউটিউব চ্যানেলের মাধ্যমে বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা নানান প্রান্তের মুসলমানদের সঙ্গে তার পরিচয় ঘটতে থাকে। পরে ধর্মান্তরিত হয়ে নিজের নাম পালটে ফেলেন জে-কিম। তার বর্তমান নাম দাউদ কিম।
দক্ষিণ কোরিয়ার এই ইউটিউবার এবং সাবেক কে-পপ তারকা একটি মসজিদ নির্মাণের উদ্যোগ নিলে স্থানীয়দের প্রতিরোধের মুখে তা ভেস্তে যায়। ২০২০ সালে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হবার পর জে-কিমের এটি মসজিদ নির্মাণের দ্বিতীয় প্রচেষ্টা। এবার তিনি সফল হয়েছেন।