বিনোদন

ভারতে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন মিথিলা

দেশের বিনোদন জগতে রাফিয়াত রশিদ মিথিলা সুপরিচিত এক নাম। অভিনয় ও সঙ্গীত- উভয় জগতেই তিনি সমান দক্ষতার সাথে পদচারণা করেছেন। যদিও অভিনয়কেই সবসময় প্রাধান্য দিয়ে এসেছেন এই তারকা। আর বর্তমানে নিজ দেশের গণ্ডি পেরিয়ে ওপার বাংলাতেও অভিনয়ের দ্যুতি ছড়াচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী মিথিলা। প্রতিভাময়ী এই অভিনেত্রীর ক্যারিয়ারে এবার যুক্ত হলো সাফল্যের নতুন মাইলফলক। তিনি অর্জন করলেন ভারতের ‘চতুর্দশ দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড-২০২৪’ এর সেরা অভিনেত্রীর পুরস্কার।

জানা গেছে, ভারতের ‘চতুর্দশ দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যাল’-এ সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন রাফিয়াথ রশিদ মিথিলা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘অভাগীর স্বর্গ’ অবলম্বনে পরিচালক অনির্বাণ চক্রবর্তীর ‘ও অভাগী’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। আর সেই চরিত্রই তাকে এনে দিলো সেরা অভিনেত্রীর পুরস্কার।

নিজের এই অর্জন সম্পর্কে মিথিলা বলেন, ‘যেকোনো সম্মাননা কিংবা পুরস্কারই আনন্দের এবং অনুপ্রেরণার। আর ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার তো বেশ মর্যাদাপূর্ণ। নিজ দেশের বাইরে এমন পুরস্কার পেয়ে অনেক ভালো লাগছে।’

তিনি আরও বলেন, ‘পুরস্কার প্রদানের সময় আমি দিল্লিতে ছিলাম না। অফিসের কাজে কানাডায় অবস্থান করছিলাম। সে কারণে আমার পক্ষ থেকে আমার সিনেমার টিম পুরস্কারটি গ্রহণ করে।’

এদিকে পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত হয়ে ভারতীয় গণমাধ্যমে মিথিলা বলেন, ‘পুরস্কার পেয়ে ভীষণ খুশি। গোটা টিমকে ধন্যবাদ জানাই। বিশেষ করে প্রযোজক এবং পরিচালককে সাধুবাদ জানাই।’

শুধু মিথিলাই  নন, তার এই সাফল্যে ‘ও অভাগী’ সিনেমার নির্মাতা অনির্বাণ চক্রবর্তী এবং প্রযোজক ড. প্রবীর ভৌমিকও খুব খুশি। তাদের মতে, এই পুরস্কারটি প্রাপ্য ছিল মিথিলার। ও এই পুরস্কারের যোগ্য।

প্রসঙ্গত, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘অভাগীর স্বর্গ’ অবলম্বনে ‘ও অভাগী’ সিনেমাটি নির্মাণ করেছেন অনির্বাণ চক্রবর্তী। ‘ও অভাগী’ সিনেমায় মিথিলা ছাড়া আরও অভিনয় করেছেন, সায়ন ঘোষ, সুব্রত দত্ত, দেবযানী চট্টোপাধ্যায়, জিনিয়া, ঈশান মজুমদারসহ আরও অনেককে। সম্পাদনা করছেন সুজয় দত্ত রায় এবং সিনেমাটোগ্রাফির দায়িত্ব সামলেছেন মলয় মণ্ডল। সঙ্গীত পরিচালনায় ছিলেন মৌসুমী চট্টোপাধ্যায়। সিনেমায় গান গেয়েছেন রূপঙ্কর বাগচি, লগ্নজিতা চক্রবর্তী, বাংলাদেশের অনিমেষ রায়সহ আরও অনেকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close