নারায়ণগঞ্জ

শামীম ওসমান’র জন্মদিন উপলক্ষে না’গঞ্জ জেলা শ্রমিক লীগের মিলাদ মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা: আলহাজ্ব এ. কে. এম. শামীম ওসমান’র ৬৩তম জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ ফেব্রুয়ারী) বাদ মাগরিব চাষাঢ়াস্থ নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবে এ আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মোঃ শহীদ বাদল।
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মোঃ শহীদ বাদল প্রধান অতিথির বক্তব্যে বলেন- শামীম ওসমান আপামর জনগণের নেতা। শেখ হাসিনা’র বিশ্বস্ত কর্মী শামীম ওসমান’র জন্মদিন। শ্রমিকলীগের আয়োজনে আজ শামীম ওসমান’র জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করছেন। আমি বলতে চাই শ্রমিক লীগের কাদির ভাই ইউ আর এ গ্রেট। এ-ই চমৎকার অনুষ্ঠানের আয়োজন করে তিনি চমক লাগিয়ে দিয়েছেন।
তিনি আরও বলেন- শামীম ওসমান নির্যাতিত নেতা। তার পিঠে সাইকেল ভাঙ্গা হয়েছিলো। শামীম ওসমান প্রায়ই বলেন, আমার মেয়ের মতো আমি নারায়ণগঞ্জ সাজাবো। আজ দেখেন সেভাবেই সাজানো হচ্ছে, ঢাকা থেকে চিকিৎসক আসছে, শিক্ষক আসছে। এতো সুন্দর নারায়ণগঞ্জ। রাস্তাঘাট সমস্ত কিছুই নিয়ে আসছে, শুধুমাত্র নারায়ণগঞ্জবাসীর মুখে হাসি ফোটাতে।
আবু হাসনাত মোঃ শহীদ বাদল আরও বলেন- শামীম ওসমানকে ১৬ জুন হত্যার উদ্দেশ্যে বোমা হামলা করা হয়েছিলো, আল্লাহর রহমতে তারা হত্যা করতে পারেনি। কিন্তু ২০ টি তাজা প্রাণ কেড়ে নিয়েছে, সে-ই তারেক জিয়া। আজ লন্ডনে বসে বসে বড় বড় কথা বলেন। আগের নির্বাচনে একেকটা এলাকায় ৩ জন করে প্রার্থী দিয়ে ব্যবসা করেছে আর এবার নির্বাচনেই আসেনি।
নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের আহবায়ক আবদুল কাদির’র সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মোঃ সিরাজুল হক’র সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক এম. এ. রাসেল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু, বাংলাদেশ ট্র্যংকলরী শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন, জেলা শ্রমিক লীগের আহবায়ক কমিটির সদস্য মোঃ হুমায়ুন কবির, মোঃ কাদির, মোঃ মজিবুর ও মোঃ আসলাম সহ অন্যান্য নেতা-কর্মীরা।
পরিশেষে কেক কেটে যথাযথভাবে আনন্দ-উল্লাস করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close