নির্বাচনী হালচালরাজনীতিসিদ্ধিরগঞ্জ

শামীম ওসমানের পক্ষে নৌকায় ভোট চেয়ে প্রকৌশলী লায়ন মাসুদের লিফলেট বিতরণ

 

নারায়ণগঞ্জ প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ (সিদ্ধিরগঞ্জ-ফতুল্লা) আসনে আওয়ামী লীগের মনোনীত ‘নৌকা’ প্রতীকের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য একেএম শামীম ওসমানকে জয়যুক্ত করতে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীলীগের সভাপতি প্রকৌশলী লায়ন মো:ইউসুফ আলী মাসুদ। এসময় তিনি ভোটারদের সাথে কুশল বিনিময় করে নারায়ণগঞ্জ-০৪ আসনে শামীম ওসমানের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে আগামী ০৭ জানুয়ারি ভোটারদের কেন্দ্রে উপস্থিত হয়ে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান এবং শামীম ওসমানের জন্য দোয়া প্রার্থনা করেন।

শনিবার (৩০ ডিসেম্বর) বিকেলে আদমজী বিহারী ক্যাম্প সহ বিভিন্ন এলাকায় নৌকার প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারে যান তিনি।

এসময় সাংবাদিকদের সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীলীগের সভাপতি প্রকৌশলী লায়ন মো: ইউসুফ আলী মাসুদ বলেন, উন্নয়নের মার্কা নৌকা। তাই দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। টানা তৃতীয় বারের মত ক্ষমতায় থেকে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা পদ্মা সেতু নির্মাণ, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, মেট্রোরেল, কর্ণফুলী টানেল, পায়রা বিদ্যুৎ কেন্দ্র, সমুদ্র বন্দরসহ অসংখ্য বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়ন করেছেন।

তিনি বলেন, ভূমিহীন ও গৃহহীনদের জন্য জমি সহ আশ্রয় প্রকল্পে ঘরের ব্যবস্থা, মুক্তিযোদ্ধা ভাতাসহ তাদের থাকার জন্য বীর নিবাস প্রকল্পের মাধ্যমে ঘরের ব্যবস্থা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, গর্ভবতী মায়েদের মাতৃত্বকালীন ভাতা, প্রতিবন্ধী ভাতা সহ সুবিধা বঞ্চিত মানুষের বিভিন্ন ধরনের ভাতার ব্যবস্থা, প্রতিবছর পয়লা জানুয়ারি শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন বই বিতরণ, শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান, প্রতিটি উপজেলায় মডেল মসজিদ নির্মাণ, সার্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নসহ অসংখ্য কালভাট, ব্রীজ, রেললাইন স্থাপন ও নতুন নতুন রাস্তা নির্মাণ করে যোগাযোগ ব্যবস্থা উন্নতসহ দেশের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটিয়েছে। বাংলাদেশ উন্নয়নশীল ও ডিজিটাল দেশে পরিণত হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close