সিলেট বিভাগ

কমলগঞ্জে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এডভোকেসী সভা

কমলগঞ্জ সংবাদদাতা:

সারা দেশের ন্যায় জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আগামী ১২ ডিসেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ৩২ হাজার ৬শ’ ৮৩ জন শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ উপলক্ষে আজ ১০ ডিসেম্বর রবিবার দুপুরে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এক এডভোকেসী ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ভারপ্রাপ্ত ডাঃ সভাপতিত্বে ও ইপিআই কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলামের পরিচালনায় এ সভায় প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ রইস আল রেজওয়ান। বিশেষ অতিথি ছিলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মর্কতা জয়কুমার হাজরা ও কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি বিশ্বজিৎ রায়।

এডভোকেসি ও পরিকল্পনা সভায় আগামী ১৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে যাতে কমলগঞ্জ উপজেলার ৬ মাস থেকে ৫৯ মাস পর্যন্ত সকল শিশুরা ভিটামিন এ ক্যস্পসুল গ্রহন করতে পারে সে বিষয়ে আলোচনা ও বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহন করা হয়। মোট ২১৭টি কেন্দ্রের আওতায় উক্ত বয়সসীমার শিশুরা যাতে এই ক্যাপসুল গ্রহন করতে আসে, সেব্যাপারে সকল অভিভাবক, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সকলকে বিশেষ উদ্যোগ নেওয়ার ও আহবান জানানো হয়।

এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহম্মদ মাহাবুবুল আলম ভূঁইয়া জানান, আগামী ১২ ডিসেম্বর জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এজন্য কমলগঞ্জে আমাদের মোট ২১৭টি কেন্দ্র থাকবে। আমরা ৬ থেকে ১১ মাস বয়সী মোট ৩ হাজার ৩৫৮ জন এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী মোট ২৯ হাজার ৩২৫ জন শিশু সহ সর্বমোট ৩২ হাজার ৬ শত ৮৩ জন শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানোর লক্ষ্যমাত্রা হাতে নিয়েছি। এর ভিতরে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে লাল রঙের ক্যাপসুল সেবন করানো হবে।

তিনি আরও বলেন, ভিটামিন ‘এ’ দেহের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শিশু মৃত্যুর ঝুঁকি কমায়। ভিটামিন ‘এ’ শিশুর স্বাভাবিক দৃষ্টিশক্তি বজায় রাখে, ফলে শিশু রাতকানা রোগ থেকে রক্ষা পায়। এজন্য সকল কমলগঞ্জবাসীর প্রতি অনুরোধ, আপনারা উক্ত বয়সীমার শিশুদের আগামী ১৮ জুন ভিটামিন ‘এ’ ক্যাপসুল সেবন করাতে নিয়ে আসবেন।

এডভোকেসি ও পরিকল্পনা সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মী, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কনসালটেন্ট সহ অন্যরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close