নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ জেলার ৭ থানায় জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংস
নিজস্ব সংবাদদাতা: নারায়ণগঞ্জ আদালত পাড়ায় জেলার ৭টি থানায় একাধিক মাদক মামলার আলামত হিসেবে বিপুল পরিমাণের জব্দ কৃত মাদকদ্রব্য ধ্বংস করার কার্যক্রম সম্পন্ন করেছে জেলা অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ বদিউজ্জামান।
বুধবার (১৮ অক্টোবর) বিকেলে আদালতের সার্কিট হাউজ প্রাঙ্গণে এ মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
আদালত পুলিশের উপ-পরিদর্শক অপূর্ব দাস বিষয়টি নিশ্চিত করে বলেন- নারায়ণগঞ্জ জেলার ৭টি থানায় একাধিক মাদক মামলার জব্দ কৃত মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। ধ্বংসকৃত আলামত হিসেবে যা ছিলো- ৩ হাজার ৭২১ পুরিয়া হেরোইন, ৬৭ কেজি ৪৪ গ্রাম গাঁজা, ২৪ হাজার ৭৩২ পিস ইয়াবা ট্যাবলেট, ৬’শত ৩৪ বোতল ফেনসিডিল এবং ১ হাজার ১১৮ লিটার চোরাই মদ।
এ সময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউছার আলম এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোনালিসা সনি।