সিলেট বিভাগ

কমলগঞ্জে গুড নেইবারস বাংলাদেশ এর “ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতা” অনুষ্ঠিত 

কমলগঞ্জ প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জে গুড নেইবারস বাংলাদেশ এর “ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতা” অনুষ্ঠিত হয়েছে।

রোববার ১৫ অক্টোবর সকাল ১০টায়  উপজেলার আদমপুর ইউনিয়নস্থ বেসরকারী উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ এর আয়োজনে “জিএনবি একে বাংলা স্কুলে” এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গুনগতমানের শিক্ষা বাস্তবায়ন প্রকল্পের আওতাধীন ‘ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতা’ অনুষ্ঠানে পরীক্ষায় অকৃতকার্যতা, ঝরে পড়া, শিশুশ্রম, বাল্য বিবাহের অন্যতম কারণ, শিশুদের পরীক্ষায় অকৃতকার্য হবার প্রধান কারণ হলো ইংরেজির দূর্বলতা, এই সকল সমস্যাকে সামনে রেখে গুডনেইর্বাস এর অংশীদারী বিদ্যালয় গুলোকে নিয়ে এমন একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়, যা শিশুদের ইংরেজি ভাষার দক্ষতাকে বাড়িয়ে দিবে। একই সাথে তাদের মধ্যে নতুন আত্ম বিশ্বাস সৃষ্টি হবে।


মৌলভীবাজার সিডিপি’র ব্যবস্থাপক বিপুল রেমা এর সভাপতিত্বে প্রতিযোগিতায় বক্তব্য রাখেন সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও বিষ্ণুপ্রিয়া মনিপুরী মাধ্যমিক শিক্ষক কল্যাণ সমিতির আহব্বায়ক কৃষ্ণ কুমার সিংহ, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৭নং আদমপুর ইউনিয়নের চেয়ারম্যান ও গুড নেইবারস্ মৌলভীবাজার সিডিপি’র সম্মানিত কমিউনিটি ডেভেলপমেন্ট কমিটি’র (সিডিসি) সভাপতি  আবদাল হোসেন এবং প্রতিযোগিতা অনুষ্ঠানে উপজেলা থেকে পরিদর্শক হিসাবে উপস্থিত ছিলেন তৌহিদুল ইসলাম রোকন। আরও উপস্থিত ছিলেন তৌহিদুল ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরঞ্জন দেব প্রমুখ। এছাড়াও অংশগ্রহনকারী শিক্ষার্থীদের মধ্য থেকে দুই জন শিক্ষার্থী তাদের অনুভতি প্রকাশ করেন। গত জুলাই ও আগস্ট মাসে বিদ্যালয় ভিত্তিক প্রতিযোগিতার আয়োজন করা হয় অত্র কমলগঞ্জ উপজেলার মোট ২৯ টি স্কুল থেকে ৫০৮ জন শিক্ষার্থী অংশগ্রহন করেন এবং পরবর্তীতে ২৯ টি বিদ্যালয়ের সবোচ্চ নম্বর অর্জনকারী ৮৭ জন শিক্ষার্থী নিয়ে উপজেলা ভিত্তিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলা ভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহনকারী সকল শিক্ষার্থীকে পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়।

উল্লেখ্য, গুড নেইবারস্ বাংলাদেশ ১৯৯৬ ইং সাল থেকে সুনামের সাথে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে বিভিন্ন কার্যক্রম যেমন: (১) শিশু উন্নয়ন: শিক্ষা, স্বাস্থ্য ও শিশু অধিকার সংক্রান্ত কর্মসূচী (২) নারী উন্নয়ন: নারীদের প্রজনন স্বাস্থ্য সেবা ও সমবায় ভিত্তিক আয় বৃদ্ধি কর্মসূচী (৩) যুবউন্নয়ন: স্থানীয় যুবকদের জন্য কর্মমূখী শিক্ষা ও স্থানীয় স্বেচ্ছাসেবক কার্যক্রম পরিচালনা করে আসছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close