বিনোদন

তবে কি পরিণীতির পথেই হাঁটছেন জাহ্নবী?

বলিউড নায়িকা জাহ্নবী কাপুর অভিনয়ের পাশাপাশি গ্ল্যামারাস স্টাইলের কারণেও চর্চায় থাকেন। তার ঘায়েল করা লুক নজর কাড়ে ভক্তদের। জাহ্নবী সেই স্টার কিডদের একজন, যাদের আলাদা কোনো পরিচয়ের প্রয়োজন নেই।

অনেকেই বলছেন, জাহ্নবী অভিনেত্রী পরিণীতি চোপড়ার পথেই হাঁটতে যাচ্ছেন। গত ২৪ সেপ্টেম্বর উদয়পুরে পিচোলা হ্রদের ধারেই আম আদমি পার্টির (আপ) নেতা রাঘব চড্ডার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন পরিণীতি।

প্রথম ছবিতে অভিনয় করার পরেই অভিনেতা ঈশান খাট্টারের সঙ্গে নাম জড়িয়েছিল জাহ্নবীর। তবে এখন তা অতীত। গত কয়েক মাস ধরে শিখর পাহাড়িয়ার সঙ্গে চুটিয়ে প্রেম করছেন অভিনেত্রী।

মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী সুশীল কুমার শিন্ডের নাতি শিখর। তবে কি পরিণীতির মতো জাহ্নবীও বিয়ে করতে চলেছেন রাজনীতিবিদের পরিবারেই? তেমনটাই জল্পনা নায়িকার অনুরাগী মহলে।

মুম্বাই বিমানবন্দরে কো-অর্ড সেট ও গোলাপিরঙা লম্বা ঝুলের শার্টে ধরা দেন জাহ্নবী। তার সঙ্গে থাকা শিখরের পরনে হালকা নীল রঙের শার্ট, সঙ্গে জিন্স। এক ফ্রেমে ধরা না দিলেও জাহ্নবীর মুখের হাসি থেকেই স্পষ্ট, তার ও শিখরের গন্তব্য একই।

মাসখানেক আগে তিরুপতি মন্দিরে পূজা দিতে গিয়েছিলেন জাহ্নবী। পরনে শাড়ি, পরিপাটি করে বাঁধা চুল। সঙ্গে ছিলেন শিখর। অভিনেত্রীর হাতে দেখা মিলেছিল হীরার আংটিও। তখনই শোনা যায়, শিখরের সঙ্গে নাকি আংটিবদল সেরে নিয়েছেন ‘বাওয়াল’ খ্যাত অভিনেত্রী। সেই জল্পনায় এখনো সিলমোহর দেননি নায়িকা। তবে অম্বানিদের বাড়ির গণেশ বিসর্জনে শিখরকে পাশে নিয়েই নেচেছিলেন জাহ্নবী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close