আন্তর্জাতিক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ‘ইমরান খানকে মানসিক নির্যাতন করা হচ্ছে’

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আদিয়ালা জেলে ‘মানসিক নির্যাতন’ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তার আইনজীবী নাঈম হেয়ারদার পাঞ্জোথা। তার অভিযোগ, ইমরান খানকে কারাগারের তৃতীয় শ্রেণির একটি ছোট কক্ষে রাখা হয়েছে এবং হাঁটার জন্যও ওই কক্ষ থেকে বের হতে দেওয়া হচ্ছে না। এআরওয়াই নিউজের বরাত দিয়ে গত রোববার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

এর আগে শনিবার ইমরান খান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশিকে মূল অভিযুক্ত দেখিয়ে কূটনৈতিক তারবার্তা ফাঁস মামলার অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় গোপনীয়তা আইনে একটি বিশেষ আদালতে কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফআইএ) এ অভিযোগপত্র জমা দেয়। এতে দোষী সাব্যস্ত হলে মৃত্যুদণ্ড কিংবা দুজনের ১৪ বছর করে কারাদণ্ড হতে পারে।

এফআইএর জমা দেওয়া অভিযোগপত্র প্রত্যাখ্যান করেছে পিটিআই। এ মামলার তদন্তের জন্য একটি বিচার বিভাগীয় কমিশন গঠনের দাবি জানিয়েছে দলটি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close