ধর্মনারায়ণগঞ্জরাজনীতি
মামুনুল হকসহ কারাবন্দী আলেমদের মুক্তির দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি
আল্লামা মামুনুল হকসহ কারাবন্দী উলামায়ে কেরাম-এর মুক্তি এবং দেশব্যাপী আলেম-উলামা ও তৌহিদী জনতার নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শায়খুল হাদীস পরিষদ-এর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রবিবার (২০ আগস্ট) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে শায়খুল হাদীস পরিষদ-এর পক্ষ থেকে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এই স্মারকলিপি প্রদান করা হয়। এর আগে জেলা প্রশাসকেরর প্রধান ফটকস্থ মানববন্ধন করেন শায়খুল হাদীস পরিষদের নেতৃবৃন্দরা।
তারা আরোও বলেন, আমরা এ সরকারকে বার বার মেসেজ দিয়েছি- বুঝিয়েছি একজন নিরপরাধ আলেমকে আপনাদের ষড়যন্ত্রের মাধ্যমে কারাবন কারাবন্দি রেখেছেন। এই ষড়যন্ত্র মিথ্যা মামলা প্রত্যাহার করে অনঅতিলম্বে আল্লামা মামুনুল হক, মুফতি মনির হোসেন কাসেমী ও নূর হোসেন নুরানি সহ আলেম- উলামা যারা কারাবন্দি রয়েছেন তাদের মুক্তি দেন নয়তোবা বাংলাদেশে এমন আন্দোলন করা হবে যা ইতিপূর্বে হয় নাই।