নারায়ণগঞ্জ

পূজা পরিষদের উদ্যোগে নারায়ণগঞ্জ জেলা পর্যায়ে গীতা প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার আয়োজনে জেলা পর্যায়ে শ্রীমদ্ভগবদ গীতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

জেলা পর্যায়ের দুইটি গ্রুপে বিজয়ী ৬ জন প্রতিযোগী বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের আয়োজনে জাতীয় পর্যায়ে অনুষ্ঠিতব্য গীতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

 

শনিবার (১৫ জুলাই) সকাল ১০ টা থেকে সন্ধা ৭টা পর্যন্ত দেওভোগে শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ আখড়া (লক্ষ্মীনারায়ণ মন্দির কমপ্লেক্স) প্রাঙ্গনে জেলা পর্যায়ে শ্রীমদ্ভাগবদ গীতা প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

আয়োজকেরা জানান, চুড়ান্ত প্রতিযোগিতায় ২টি গ্রুপে জেলার ১০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় চুড়ান্ত বিজয়ীরাসহ জেলার ৭ থানা থেকে আগত সকল  প্রতিযোগিদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দসহ জেলা পূজা উদযাপন পরিষদ ও জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।

 

পরে ৬ জন প্রতিযোগী জাতীয় পর্যায়ে শ্রীমদ্ভাগবদ গীতা প্রতিযোগিতা অংশগ্রহন করবেন বলে জানা গেছে।

 

নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শংকর কুমার দে’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শিখন সরকার শিপনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক অধ্যাপক চন্দ্রনাথ পোদ্দার।

এছাড়াও প্রধান বক্তা হিসেবে ভার্চুয়ালি বক্তব্য প্রদান করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ডিএল চ্যাটার্জী।

 

নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক শিখন সরকার শিপনের সঞ্চালনায় অনুষ্ঠিত গীতা প্রতিযোগীতা অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাঙ্গলবন্দ স্নান কমিটির সভাপতি সরোজ সাহা, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিষ্ণুপদ সাহা, নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি প্রদীপ দাস, সাধারন সম্পাদক রঞ্জিত মন্ডল, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের  সভাপতি লিটন পাল, ফতুল্লা থানা পূজা উদযান পরিষদের সভাপতি প্রদীপ মন্ডল, বন্দর থান পূজা উদযাপন পরিষদের সভঅপতি শ্যামল বিশ^াস, সোনারগা থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি লোকনাথ দত্ত, সাধারন সম্পাদক প্রদীপ ভৌমিক, যুগ্ম সাধারন সম্পাদক অভিরাজ সেন, রুপগঞ্জ থানা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক সংগ্রাম দাস রানা।

 

শ্রীমদ্ভাগবদ গীতা প্রতিযোগিতা অনুষ্ঠানের বিচারক মন্ডলীর সদস্য ছিলেন অধ্যাপক গোপীনাথ পাল, গৌরমোহন দাস, ও গৌর বর্মন।

অনুষ্ঠানের সার্বিক সহযোগীতা করেন নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদ নেতা কৃষ্ণা আচার্য্য, বিশ্বজিত দাস, অমর ঘোষ, তারক দাস, নীলু সাহা, রপন ঘোষ, তারক ঘোষ প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close