নারায়ণগঞ্জস্বাস্থ্য বার্তা

১৮ জুন নারায়ণগঞ্জ সিটি এলাকায় ৩৪০টি কেন্দ্রে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় রবিবার (১৮ জুন)  দিনব্যাপী ১,৩৩,৪৩৯ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্র ধরা হয়েছে।  বৃহস্পতিবার ( ১৫ জুন ) সকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সম্মেলন কক্ষে এক কর্মশালায় সাংবাদিকদের এই তথ্য জানানো হয়।

এ সময়ে সিটি কর্পোরেশন এলাকায় ৩৪০টি কেন্দ্রে ৬-১১ মাস বয়সী ২১ হাজার ৭৪৩ জন শিশু  ও ১২-৫৯ মাস বয়সী ১লাখ ১১ হাজার ৬৯৬ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

প্রতিটি কেন্দ্রে ২ জন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মী শিক্ষক ও স্বেচ্ছাসেবকের মাধ্যমে এ ক্যাম্পেইন কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

কর্মশালায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেডিকেল অফিসার ডা. শেখ মোস্তফা আলী সহ বিভিন্ন গনমাধ্যম ব্যক্তিবর্গ।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর ২৭টি ওয়ার্ড এ টিকাদান কেন্দ্রর সংখ্যা, সিদ্ধিরগঞ্জ অঞ্চলে ১ থেকে ৯নং ওয়ার্ডে মোট ১১০টি টিকাদান কেন্দ্র, নারায়ণগঞ্জ অঞ্চলে ১০ থেকে ১৮ নং ওয়ার্ডে ১৫০টি টিকাদান কেন্দ্র, কদম রসূল অঞ্চলে ১৯ থেকে ২৭ নং ওয়ার্ড ৮০ টি মোট ৩৪০টি টিকাদান কেন্দ্রে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close