নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ জেলা নারী সাংবাদিক সংস্থার আত্মপ্রকাশ

” জাগো নারী জাগো বহ্নিশিখা
জাগো স্বাহা সীমন্তে রক্ত-টিকা ”

স্লোগানকে সামনে রেখে নারী জাগরণ, অগ্রযাত্রা তথা সমাজ উন্নয়ন, আত্মমর্যাদা, অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে প্রগতিশীল ও প্রতিশ্রুতিশীল নারী সাংবাদিকদের উদ্যোগে নারায়ণগঞ্জ জেলা নারী সাংবাদিক সংস্থা নামে নারী সংগঠনের আত্মপ্রকাশ ঘটে।

৩রা এপ্রিল ২০২৩ সোমবার দুপুর ১২ ঘটিকা সংগঠনটির অস্থায়ী কার্যালয় নারায়ণগঞ্জ জেলা প্রেসক্লাবে যাত্রা শুরু হয়।

নারায়ণগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি ও স্বনামধন্য পত্রিকা দৈনিক সচেতন এর সম্পাদক কাজী ইসলাম এর উপস্থিতিতে ও দিকনির্দেশনায় প্রাথমিক অবস্থায় sbone অনলাইনের চিফ রিপোর্টার (News Head) ফাহমিদা এমিকে আহ্বায়ক ও দৈনিক সচেতন পত্রিকার রিপোর্টার সুমি আক্তারকে সদস্য সচিব করে সর্বমোট ৯ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

এসময় সংগঠনের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন আনন্দ টিভির মনি ইসলাম মনি, দৈনিক ইয়াদ পত্রিকার সাংবাদিক নাসরিন আক্তার, দৈনিক উজ্জীবিত বাংলাদেশের লিজা আক্তার, দৈনিক রুদ্র কন্ঠের সুমা রানী কর্মকার, দৈনিক অপরাধ রিপোর্ট এর রোমানা আক্তার, দৈনিক ডান্ডি বার্তা শিউলি, রিপোর্ট নারায়ণগঞ্জের তানজিলা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close