খেলাধুলানারায়ণগঞ্জলেখা-পড়া

তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার নারায়ণগঞ্জ শাখার বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন

সু-স্বাস্থ্যবান সুনাগরিক গড়ার প্রত্যয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা নারায়ণগঞ্জ শাখার বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান-২০২৩ এর শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে।

আজ শনিবার (১১ ফেব্রুয়ারী) সকালে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা নারায়ণগঞ্জ শাখার ছাত্রদের আনন্দ উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে ৪ নং ওয়ার্ড পানি উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয় মাঠ। সকাল ৮ টায় শিক্ষক এসএম বিল্লাল হোসাইনের তত্ত্বাবধানে পিটি প্যারেডে শরীরচর্চায় অংশগ্রহণ করে ট্রাউজার জার্সি পরিহিত হিফয শাখার ক্রীড়ামোদি ছাত্ররা।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে হিফয ছাত্র শাহরিয়ার নাফিয সুললিত কন্ঠে পবিত্র কুরআন তিলাওয়াত করেন। তানযীম আহমেদ শিহাব ইংরেজি অনুবাদ, আব্দুল্লাহ আল মাসউদ সিয়াম বাংলা অনুবাদ করেন। তানযীম শিল্পী বৃন্দের জাতীয় সংগীত পরিবেশনায় জাতীয় পতাকা উত্তোলন করেন আমন্ত্রিত মেহমান বৃন্দ। অত্র মাদরাসার প্রিন্সিপাল মুহাম্মদ কবির হোসাইন স্বাগত বক্তব্যে মেহমান ও অতিথিদের শুভেচ্ছা জানান। তিনি মাদরাসা ছাত্রদের জন্য খেলাধুলার গুরুত্বের বিষয়ে আলোচনা করেন। তানযীম উম্মাহ ছাত্রদের সুমধুর কন্ঠে দেশের গানে মুগ্ধ হন অতিথিবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী নুর উদ্দিন মিয়া অত্র মাদরাসার উন্নত শিক্ষা ব্যবস্থা, মাদরাসার ডিসিপ্লিন ও সুদক্ষ পরিচালনার প্রশংসা করেন।

এসময় প্রধান অতিথি হাজী নুর উদ্দিন মিয়াকে ক্রেস্ট উপহার দেন প্রিন্সিপাল মুহাম্মদ কবির হোসাইন ও অন্যান্য শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ হাবিব উল্লাহ, ব্যবস্থাপনা পরিচালক হাজী আহসানুল্লাহ সুপার মার্কেট, উদ্বোধনী ঘোষণা করেন বিশেষ অতিথি হাজী মোঃ আলী আকবর, পরিচালক হাজী আহসানুল্লাহ সুপার মার্কেট। প্রধান মেহমানের বক্তব্য দেন তাজিম বাবু, প্রচার সম্পাদক সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ।

ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধনী ঘোষণার পর প্রথম ও দ্বিতীয় সেশনে দৌড়, গোলক নিক্ষেপ, মার্বেল দৌড় ,ঝুড়িতে ফুল কুড়ানো সহ নানা ধরনের মজার মজার খেলাধুলায় অংশগ্রহণ করে ছাত্ররা অসাধারণ ক্রীড়া নৈপুণ্য ও দুরন্ত সাহসিকতার পরিচয় তুলে ধরে। তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন নারায়ণগঞ্জ শাখার অন্যান্য মাদরাসার প্রধানগন সহ অত্র মাদরাসার সকল শিক্ষক, অভিভাবকবৃন্দ ও এলাকার শিক্ষানুরাগী, সমাজ সেবক গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close