আন্তর্জাতিক
মধ্যপ্রাচ্য সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন
মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিংকেন মধ্যপ্রাচ্য সফরের শুরুতে রোববার মিশর যাচ্ছেন।
এ সফরকালে তিনি মার্কিন প্রভাব দিয়ে ইসরাইল ফিলিস্তিন উত্তেজনা কমানোর চেষ্টা করবেন।
ব্লিংকেন সোমবার ও মঙ্গলবার জেরুজালেম ও রামাল্লা সফর করবেন। ইসরাইলের নবগঠিত ডানপন্থী সরকারের সাথে সাক্ষাতের জন্যে ব্লিংকেনের সফর নিয়ে দীর্ঘদিনের পরিকল্পনা থাকলেও বর্তমানের ভয়াবহ সহিংস বাস্তবতায় এ সফর জরুরি হয়ে পড়েছিল।
ব্লিংকেন ইসরাইলী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও ফিলিস্তিনী নেতা মাহমুদ আব্বাসের সাথে সাক্ষাত করবেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ভিড্যান্ট প্যাটেল সাংবাদিকদের এ কথা জানিয়ে বলেছেন, ব্লিংকেন উত্তেজনা কমাতে দৃঢ় পদক্ষেপ নেয়ার আহ্বান জানাবেন।
এদিকে ইসরাইল ফিলিস্তিন সহিংসতার প্রেক্ষিতে ব্লিংকেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সাথেও বৈঠক করবেন।
মধ্যপ্রাচ্য সংকটে মিশরের ঐতিহ্যগত ভূমিকার কারনে সিসি যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্রে পরিণত হয়েছেন। যদিও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মিশরের মানবাধিকার পরিস্থিতির সমালোচনা করেছেন।
পশ্চিমতীরের জেনিন শরণার্থী শিবিরে বৃহস্পতিবার ইসরাইলী সেনা অভিযানকালে নয়জন নিহত হয়েছে। শুক্রবার পূর্ব জেরুজালেমে সিনাগগের বাইরে এক ফিলিস্তিনী বন্দুধারীর হামলায় সাতজন নিহত হয়েছে।
সম্প্রতি ইসরাইল ফিলিস্তিনের মধ্যকার এ সহিংসতা গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে।