অপরাধনারায়ণগঞ্জসিদ্ধিরগঞ্জ
সিদ্ধিরগঞ্জে ১ নং ওয়ার্ডে ভূমিদস্যু মহসীনের বিরুদ্ধে বৃদ্ধার জমি দখলের অভিযোগ
সিদ্ধিরগঞ্জে ভূমিদস্যু মহসীনের নেতৃত্বে হিজড়া দিয়ে অসহায় বৃদ্ধ নারীর জমি দখলে নেয়ার অভিযোগ উঠেছে। শনিবার (২৪ ডিসেম্বর) দুপুর নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নাসিক ১ নং ওয়ার্ডের পূর্ব পাড়া ক্যানেলপাড় বিল এলাকায় এমন দৃশ্য দেখা গেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, মোসা. মোমেলা নামের এক বৃদ্ধ নারীর পৈতৃক সম্পত্তিকে নিজের সম্পত্তি দাবি করে জোরপূর্বক ভাবে দখল নেওয়ার চেষ্টা করে যাচ্ছে নাসিক ৭ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা অভিযুক্ত মহসিনসহ তার বাহিনীরা। দখলের জন্যে তার সঙ্গে ৮-১০ জনের হিজড়ার একটি দল নিয়ে অবস্থান করেছিলেন বৃদ্ধার জমিতে।
ভুক্তভোগী বৃদ্ধ নারী জানান, তার পৈত্রিকভাবে পাওয়া সম্পত্তির ২৭ শতাংশ জমি রয়েছে। দীর্ঘদিন যাবত তাকে বিভিন্ন ভাবে অত্যাচার করে জায়গা দখলের চেষ্টা করে যাচ্ছে ভূমিদস্যুরা। এ পর্যন্ত ছয়বার তার বসতবাড়িতে হামলা চালানো হয়। সর্বেশেষ গতকাল শনিবার হিজড়া দিয়ে জমি দখলের তাদের বাঁধা দেওয়া হলে তাকে মারধরও করে তারা বলে অভিযোগ পাওয়া গেছে।
তিনি আরও বলেন, আমার নিজের সম্পত্তি নিজে ভোগ করতে পারছি না। এখানকার ভূমিদস্যুরা আমার বাসায় প্রতিদিন রাতে হুন্ডা মহড়া দিয়ে হুমকিধামকি দিয়ে যায়। আমার জমিতে দখল নিতে বালু ফালানো শুরু করেছে। প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হয় আমাকে।
এর আগে গত ২৭ ফেব্রুয়ারী ২০২২ইং তারিখ নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার বরাবর সাজু, গোলাম হোসেন, নুরুল হক, বকুল, মন্টুদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ দিয়েছিলেন ভুক্তভোগী মোমেলা।