অপরাধনারায়ণগঞ্জ

পরিবেশ দূষণের ‘আল-মক্কা ব্রিকস’র মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা

আদালতের নির্দেশ অমান্য করে পরিবেশ দূষণের অপরাধে বন্দর উপজেলার এক ইটভাটার মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করা হয়েছে।

নারায়ণগঞ্জের স্পেশাল ম্যাজিস্ট্রেট কোর্ট আদালতের বিচারক মো. কাউছার আলম বুধবার (২১ ডিসেম্বর) এ আদেশ দেন।

আগামী ২৯ ডিসেম্বারের মধ্যে গ্রেপ্তারী পরোয়ানা তামিল সংক্রান্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে।

আদালত সূত্রে জানা যায়, চলতি বছরের ৯ জুন পরিবেশগত ছাড়পত্র না থাকায় বন্দরের লক্ষণখোলা এলাকার ‘আল-মক্কা ব্রিকস’র মালিক মো. শফিকুল ইসলামকে ‘নিষিদ্ধ এলাকায় ইটভাটা স্থাপন’ এর দায়ে দোষী সাব্যস্ত করে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত। আসামী স্বেচ্ছায় দোষ স্বীকার করেন। এসময় ২টি ধারায় আসামীকে ৩ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। একই সাথে ‘আল-মক্কা ব্রিকস’ নামক ইটভাটাটি বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়। কিন্তু ১৪ ডিসেম্বর দেখা যায়, আসামী মো. শফিকুল ইসলাম ইট প্রস্তুত ও পোড়ানোর কার্যক্রম শুরু করেছে এবং দূষণ অব্যহত রেখেছে।

আদালতের স্টোনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর (ব্যক্তিগত সহকারী) সাইফুল মীর জানান, আদালতের আদেশ অমান্য করে পরিবেশ দূষণ করে ইটভাটা পরিচালনা করায় ‘আল-মক্কা ব্রিকস’র মালিক মো. শফিকুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা ইস্যু করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close