জাতীয়নারায়ণগঞ্জসোনারগাঁও
সোনারগাঁয়ে ২০ ডিসেম্বর সারাদিন বিদ্যুৎ থাকবে না
আগামী ২০ ডিসেম্বর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায়। এ সময় জাতীয় গ্রিডে বার্ষিক রক্ষনাবেক্ষন কার্যক্রম চলবে সেখানে।
সোনারগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি থেকে এ তথ্য নিশ্চিত করেছে ডিজিএম গোলাম আলী।
তিনি জানান, প্রতি বছর একবার জাতীয় গ্রিডের রক্ষনাবেক্ষনের কাজ করা হয়। তারই অংশ হিসেবে আগামী ২০ ডিসেম্বর মঙ্গলবার সকাল সাড়ে আটটা থেকে বিকেল ৪টা পর্যন্ত জাতীয় গ্রিডে রক্ষানাবেক্ষন কাজের জন্য পুরো সোনারগাঁয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কাজ শেষ হলে পুনরায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে। বিদ্যুৎ বন্ধ থাকাকালীন সময়ে কেউ যাতে বিদ্যুতে কোন প্রকার কাজ না করে সেজন্যও তারা অনুরোধ করেছেন। সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কারণে তারা আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করেছেন।