আন্তর্জাতিক

কেনিয়ায় পুলিশের গুলিতে পাকিস্তানী এক সাংবাদিক নিহত

কেনিয়ায় পুলিশের গুলিতে পাকিস্তানী একজন সাংবাদিক নিহত হয়েছে। রাষ্ট্রদ্রোহের অভিযোগ এড়াতে তিনি তার দেশ থেকে পালিয়ে এখানে আসেন। তদন্তকারীরা সোমবার এ কথা জানান।

নিহত সাংবাদিকের নাম আরশাদ শরীফ (৪৯)। তিনি পাকিস্তানের শক্তিশালী সামরিক বহিনীর কট্টর সমালোচক এবং সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থক।ইমরান খান এপ্রিলে পার্লামেন্টে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটোকে টেলিফোনে রোববার রাতের এ গুলি হামলার স্বচ্ছ্ব তদন্তের আহ্বান জানিয়েছেন।

এদিকে কেনিয়ার ন্যাশনাল পুলিশের মুখপাত্র ব্রুনো শিওসো এক বিবৃতিতে বলেন, রাজধানী নাইরোবী থেকে ৪০ কিলোমিটার দূরের মাগাদি এলাকায় পুলিশী অবরোধ উপেক্ষা করে আরশাদ গাড়ি চালাচ্ছিলেন। এ সময়ে একজন পুলিশ কর্মকর্তা তাকে গুলি করেন এবং তিনি মারাত্মকভাবে আহত হন। আরশাদের সাথে তার ভাই খুররম আহমেদ ছিলেন বলেও তিনি জানান।তিনি বলেন, ন্যাশনাল পুলিশ দুর্ভাগ্যজনক এই ঘটনার জন্যে দুঃখ প্রকাশ করেছে।

পুলিশ রিপোর্টে বলা হয়েছে, ওই সময়ে পুলিশ অপহৃত একজন ব্যক্তিসহ চুরি যাওয়া গাড়ি পাকড়াও করতে রাস্তায় অস্থায়ী অবরোধ তৈরি করেছিল।
এদিকে এ হত্যাকান্ডকে কেন্দ্র করে পাকিস্তানের মিডিয়া গ্রুপগুলোতে উদ্বেগ তৈরি ও করাচি শহরে বিক্ষোভ হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close