আন্তর্জাতিক

আকস্মিক সফরে ইউক্রেনে পৌঁছেছেন জার্মান প্রেসিডেন্ট

জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ার মঙ্গলবার কিয়েভে পৌঁছেছেন। প্রেসিডেন্টের মুখপাত্র ইউক্রেনে তার আকস্মিক সফরের কথা এএফপি’কে নিশ্চিত করেছেন। ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে আক্রমণ করার পর দেশটিতে এটি তার প্রথম সফর।

প্রেসিডেন্ট নিরাপত্তাজনিত কারণে গত সপ্তাহে একেবারে শেষ মুহূর্তে এক সফর পরিত্যাগ করেন। এরফলে তিনি জার্মানির বিরোধী দলের সমালোচনার মুখে পড়েন।

তার মুখপাত্রের পাঠানো এক বার্তায় বলা হয়, প্রেসিডেন্ট বলেন, ‘কিয়েভে আমি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে দেখা করার অপেক্ষায় রয়েছি।’

জেলেনস্কির সাথে সাক্ষাতের আগে স্টাইনমায়ার বেলারুশ সীমান্তবর্তী এ দেশের উত্তরের একটি শহর পরিদর্শন করবেন। ইউক্রেন বলেছে, তারা রাশিয়ার সেনাদের কাছ থেকে শহরটি মুক্ত করেছে। তবে মস্কো বাহিনী শহরটি ত্যাগ করার আগে এর অবকাঠামোর ব্যাপক ক্ষতি সাধন করে।

তিনি জানান, স্টাইনমায়ার এ পৌরসভার জরুরি অবকাঠামো তৈরি করতে সহায়তা প্রদান করবেন।
স্টেইনমায়ার বলেন, ‘ইউক্রেনের জনগণের প্রতি আমার বার্তা হলো, আপনারা জার্মানির ওপর নির্ভর করতে পারেন।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close