বজ্রধ্বনি নিউজরুম: ১৩ই অক্টোবর ২০২২(মঙ্গলবার) বাংলাদেশ জাপানি ভাষা শিক্ষক সমিতি (জালটাব)-এর ৬ষ্ঠ বার্ষিক সাধারণ সভা (এজিএম) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে।
সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আনছারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সাধারণ সম্পাদক জনাব কুনিয়াকি ওকাবায়াশি বার্ষিক প্রতিবেদন ও আর্থিক প্রতিবেদন পেশ করেন। মুক্ত আলোচনার পর প্রতিবেদন দু’টি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
এরপর নব-নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। অধ্যাপক ড. মোহাম্মদ আনছারুল আলম এবং জনাব কুনিয়াকি ওকাবায়াশি যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে পুনঃনির্বাচিত হন।
নির্বাচিত অন্যান্য সদস্যগণ হচ্ছেন, মিজ এইকো কাম্বে (সহ-সভাপতি), জনাব মাসুদুর রহমান (যুগ্ম সম্পাদক), জনাব মোঃ নাজিরুল ইসলাম (কোষাধ্যক্ষ), ড. লোপামুদ্রা মালেক (যুগ্ম কোষাধ্যক্ষ), ড. মোঃ মনির উদ্দিন (গবেষণা ও প্রকাশনা সম্পাদক) এবং মিজ ফজিলাতুন নেছা ও জনাব মোঃ আল-আমিন খান (কার্যনির্বাহী সদস্য)।
চলতি কার্যবর্ষের জন্য ৩ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। অধ্যাপক ড. একেএম মোয়াজ্জেম হোসেনকে প্রধান উপদেষ্টা এবং জনাব মমতাজ ভূঁইয়া ও জনাব কেই শিরাইকে উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়।
জাপানি ভাষাশিক্ষা বিস্তারের মাধ্যমে বন্ধুপ্রতিম এই দু’দেশের বন্ধন আরো সুদৃঢ় করতে বাংলাদেশ জাপানি ভাষা শিক্ষক সমিতি (জালটাব) কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করে।
জনাব ওকাবায়াশির ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে জালটাবের ৬ষ্ঠ এজিএম-এর সমাপ্তি ঘটে।