ঢাকাঢাকা বিভাগ

ধানমন্ডি ১৫ নং ওয়ার্ড কাউন্সিলরের সাথে রিওয়েভিং দ্যা ফুড-শেডের বৈঠক অনুষ্ঠিত

খাদ্যকে স্বাস্থ্যসম্মত রাখার লক্ষ্যে রিওয়েভিং দ্যা ফুড-শেড টিম দীর্ঘ ১০ মাস যাবৎ ধানমন্ডি এলাকার মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির কাজ করে যাচ্ছে।

এই প্রজেক্টটি মূলত দ্য হাঙ্গার প্রজেক্টের মাধ্যমে ব্রিটিশ কাউন্সিলের লিড বাংলাদেশ প্রজেক্টের ট্রেনিং পাওয়া একদল তরুণদের উদ্যোগ। তাদের বিগত ১০ মাসের সক্রিয় কাজের ভিত্তিতে এখন পর্যন্ত তাদের প্রজেক্ট লিডার সাদিয়া আহসান ব্রিটিশ কাউন্সিলের পক্ষ হতে কমিউনিটি স্টাডি ভিজিট এ খুলনা যাওয়ার সুযোগ পেয়েছেন।

সেই সক্রিয় কাজের ধারাবাহিকতায় আজ ৮ই আগস্ট, ২০২২ এ তারা ধানমন্ডি লেকের খোলা-খাবার বিক্রেতা এবং এলাকার মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধিতে কাজ করেছে। সচেতনতা প্রচারের উদ্দেশ্যে তারা প্রাথমিকভাবে খাদ্য বিক্রেতাদের মধ্যে এককালীন ব্যবহারের মাস্ক এবং গ্লাভস বিতরণ করেন। যে সকল খাবার বিক্রেতাদের কাছে এটি বিতরণ করা হয় তারা ইতিমধ্যে প্রতিশ্রুতিবদ্ধ হন যে তারা নিরাপদ খাদ্য আইন মেনে চলবে এবং নিরাপদ খাদ্য বিক্রি করবে।

উক্ত কর্মকান্ডের সময় পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন প্রতীতি মাসুদ, প্রকল্প সমন্বয়কারী-ইনক্লুসিভ কমিউনিটি, ব্রিটিশ কাউন্সিল এবং মোঃ আমজাদ হোসেন, প্রোগ্রাম অফিসার, ইয়ুথ মোবিলাইজেশন ইউনিট, দ্য হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ।

কমিউনিটি পরিদর্শনের পর টিম রিওয়েভিং দ্যা ফূড-শেড তাদেরকে ধানমন্ডি ১৫নং ওয়ার্ড এর লোকাল কাউন্সিলের সাথে বৈঠকের ব্যবস্থা করে এবং তাদের কাজের অগ্রগতি ও সুদূর পরিকল্পনা নিয়ে আলোচনা করে। বৈঠকে কাউন্সিলর মহোদয় বলেন, “তরুণরাই পারে আগামী বদলিয়ে দিতে। আমাদের এলাকায় এতো সুন্দর ভাবে নিরাপদ খাদ্য আইন নিয়ে কাজ করার জন্য এই টিম কে আমি সাধুবাদ জানাই এবং সর্বদা আমি তাদের সহযোগীতায় প্রস্তুত আছি।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close