নারায়ণগঞ্জসিদ্ধিরগঞ্জ

স্বেচ্ছাসেবক নেতা আব্দুর রহিম নিহতের ঘটনার প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ভোলায় পুলিশের অন্যায়ভাবে গুলিবর্ষণ ও নির্বিচারে সেচ্ছাসেবক দল নেতা আবদুর রহিমকে হত্যার প্রতিবাদে কয়েকশো নেতাকর্মী নিয়ে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদল।

এসময় উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদল এর সহ-সভাপতি জুয়েল রানা, সহ-সাধারন সম্পাদক রাসেল আরুশ, সহ-যোগাযোগ সম্পাদক মোঃ ফাহিম চৌধুরী, সিদ্বিরগঞ্জ থানা ছাত্রদলের  সদস্য সচিব মোঃ রাজু। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ড এবং থানার নেতৃবৃন্দ।

সিদ্বিরগঞ্জ থানা ছাত্রদলের সদস্য সচিব মোঃ রাজু বলেন, গতকাল সারাদেশে লোডশেডিং ও জ্বালানী খাতে অব্যাবস্থাপনার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশে ভোলায় পুলিশের অন্যায়ভাবে গুলিবর্ষণ ও নির্বিচারে হত্যা করেছে আমাদের ভাই আব্দুর রহিমকে, কয়েকজন লাইফ সাপোর্টে আছেন, আহত হয়েছেন কয়েক হাজার নেতাকর্মী আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পুলিশ জনগণের বন্ধু হয়ে দাড়ানোর কথা ছিলো, কিন্তু এই সৈরাচারী সরকার পুলিশ প্রশাসনকে এমন ভাবে ব্যবহার করছে পুলিশ এখন জনগণের শত্রু হয়ে দাড়িয়েছে। আমরা এখন আর প্রতিবাদ করবো না আমরা এখন থেকে প্রতিরোধ গড়ে তুলবো ইনশাআল্লাহ। আমাদের এখন দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে, আমাদের পিছনে ফেরার আর সুযোগ নেই। এখন এই মিডনাইট সরকার এর পদত্যাগ শুধু বিএনপির দাবি না, এটা সারা বাংলাদেশের দাবি হয়ে দারিয়েছে। ইনশাআল্লাহ আমরা রাজপথে থেকেই এই ফ্যাসিস্ট সরকারকে বাংলাদেশ থেকে প্রতিহত করবো ইনশাআল্লাহ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close