ঢাকানারায়ণগঞ্জ

পথচারীকে বাঁচাতে গিয়ে নারায়ণগঞ্জের মোটরসাইল চালক নিহত

রাস্তা পারাপারের সময় পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন নারায়ণগঞ্জের এক মোটরসাইকেল চালক। পরে পিছন থেকে আসা যাত্রীবাহী বাস এসে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইল ও রায়েরবাগের মধ্যস্থল রোববার (৩১ জুলাই) বেলা সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ওই মোটরসাইলেক চালকের নাম আবুল কালাম। সে ফতুল্লার কুতুবপুরের পাগলা ব্রাম্মনগাও এলাকার ৩০নং হোল্ডিংয়ের বাসিন্দা আব্দুল রাজ্জাক মিয়া ও বানু বেগম দম্পতির ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতিও খুব বেশী ছিলো না। হটাৎ এক বৃদ্ধ রাস্তা পার হওয়ার জন্য দৌড় দেয়। বৃদ্ধকে বাঁচাতে আবুল কালাম হার্ড ব্রেক করে। কিন্তু কন্ট্রোল করতে না পেরে বাইকসহ পরে যায় রাস্তায়। পেছন থাকা তাজ পরিবহনের দ্রুতগামী যাত্রীবাহী বাসের চাকা মোটরসাইলেক চালকে উপরে উঠে যায়, থেতলে যায় চালক।

মাতুয়াইলে দায়িত্বে থাকা সার্জেন্ট মো. রমজান মোল্লা জানান, বৃদ্ধ লোকটি তাড়াহুড়ো রাস্তা পারাপারের সময় সেই মোটরসাইলটি দেখেনি। পরে লোকটিকে বাঁড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান মোটরসাইল চালক। পিছন থেকে আসা একটি যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলেই মৃত্যু হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close