নারায়ণগঞ্জলেখা-পড়া

সিদ্ধিরগঞ্জে মহানবীকে কটূক্তির প্রতিবাদে শিক্ষার্থীদের প্রতিবাদী মিছিল

মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ভারতের বিজেপির মুখপাত্র কর্তৃক কটূক্তির প্রতিবাদে সিদ্ধিরগঞ্জে র‍্যালী করেছে গিয়াস উদ্দিন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা। সোমবার (১৩ জুন) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্র-ছাত্রীরা এ কর্মসূচি পালন করে।

এসময় শিক্ষার্থীরা ভারতীয় সকল পণ্য বর্জনের আহবান জানিয়ে বলেন, আমাদের রাসূল কে কেউ অপমান করবে তা আমরা মুসলমানরা মানতে পারবো না। তবে এর প্রতিবাদ করতে হবে আমাদের শান্তিপূর্ণভাবে। আমাদের ইসলাম যে শান্তির ধর্ম সেটাও প্রতিবাদের মধ্যে প্রমাণ রাখতে হবে। প্রাণের নবী হযরত মুহাম্মাদ (সা.) এর বিরুদ্ধে কটূক্তি মুসলমান এর মনে আঘাত হেনেছে। রাসুল (সা.) এর বিরুদ্ধে এমন বক্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এর প্রতিবাদে আজ আমরা সাধারণ শিক্ষার্থীরা এখানে এক সাথে হয়েছি।

এসময় উপস্থিত ছিলেন গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের উপাধ্যক্ষ মীর মুহাম্মদ মোসাদ্দেক হোসেন, গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের প্রধান শিক্ষক। মুহাম্মদ মিজানুর রহমান, এডুকেশন ডেভেলপমেন্ট বোর্ড এর উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো.এবাদুল হক।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আবু তালেব, ওমর ফারুক, আরিফ হোসেন, মনির হোসেন, হাফেজ মাওলানা মকবুল হোসেন, মো. দেলোয়ার হোসেন, কুতুবউদ্দিন, রাসেল আহমেদ জনাব সাখাওয়াত হোসেন দিপু জনাব মামুনুর রশিদ ও অন্যান্য শিক্ষকবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close